Debra Accident: চায়ের দোকান উপড়ে নিয়ে নয়নজুলিতে পড়ল ট্রাক, বেসামাল গতির বলি ১
Debra Road Accident: জানা গিয়েছে, মেদিনীপুরের দিক থেকে একটি টমাটো বোঝাই একটি ট্রাক কলকাতার উদ্দেশ্যে দ্রুত গতিতে ছুটছিল। সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি ধাক্কা মারে চায়ের দোকানে। সেই দোকান সমেত লরি গিয়ে পড়ে নয়ানজুলিতে।
মেদিনীপুর: বুধবার ভোর রাতে ভয়ঙ্কর দুর্ঘটনা। টমাটো বোঝাই ট্রাকের ধাক্কা চায়ের দোকানে। সেই দোকান উপড়ে গিয়ে পড়ল নয়ানজুলিতে। এই ঘটনায় মৃত এক।
জানা গিয়েছে, মেদিনীপুরের দিক থেকে একটি টমাটো বোঝাই একটি ট্রাক কলকাতার উদ্দেশ্যে দ্রুত গতিতে ছুটছিল। সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি ধাক্কা মারে চায়ের দোকানে। সেই দোকান সমেত লরি গিয়ে পড়ে নয়ানজুলিতে।
সেই সময় চায়ের দোকানের ভিতরে ছিলেন মালিক। তাঁর মৃতদেহ উদ্ধার করেন। জানা গিয়েছে, মৃতের বাড়ি ডেবরা এলাকাতেই। স্থানীয় এক বাসিন্দা বলেন, “মেদিনীপুর থেকে টমাটো বোঝাই গাড়ি কলকাতার দিকে যাচ্ছিল। টোল ট্যাক্স পেরানোর পর সেটি চা দোকান নিয়ে সোজা গিয়ে পড়ে নয়ানজুলিতে। ওই সময় দোকানের ভিতরে মালিক ছিলেন। এরপর আমরা খবর দিই পুলিশে। স্থানীয় লোকজন আর পুলিশ মিলে সেই মৃতদেহ উদ্ধার হয়েছে।” তিনি আরও বলেন, “মৃতের বডি ইতিমধ্যে পৌঁছে গিয়েছে হাসপাতালে। পরিবারকে সঙ্গে নিয়ে বাকি কাজকর্ম সারব। রাস্তার ধারে অনেক গরিব মানুষ চায়ের দোকান চালান। কটা টাকার জন্য নিজের প্রাণের ঝুঁকি নেন।”