Sabang Murder: বিছানায় চাপ-চাপ রক্ত, শরীরে সুতোটুকো পর্যন্ত নেই, গলাকাটা অবস্থায় পড়ে মহিলা
Sabang Murder: এ দিন এলাকাবাসী সামনে গিয়ে দেখতে পান গলার নলি কাটা রক্তাক্ত বিবস্ত্র অবস্থায় বিছানায় পড়ে রয়েছেন প্রৌঢ়া। পুরো বিছানা রক্তে ভর্তি। ইতিমধ্যেই ঘটনার খবর পেয়ে সবং থানার পুলিশ পৌঁছেছে ঘটনাস্থলে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ওই মহিলাকে ধর্ষণ করে খুন করা হয়েছে।
সবং: বাড়িতে একাই থাকতেন মহিলা। সে কথা যদিও কারোর অজানা ছিল না। কিন্তু এলাকাবাসীদের মনে সন্দেহ দানা বাঁধল অন্য জায়গায়। সদর দরজা খোলা। উঁকি ঝুঁকি মেরে প্রথমে বুঝতে না পারলেও পরে দরজা খুলতেই গা শিউরে উঠল সকলের। বিবস্ত্র অবস্থায় পড়ে রয়েছেন মহিলা। গলা কাটা। কীভাবে কী হয়েছে কিছু বুঝে ওঠার আগেই চাঞ্চল্য ছড়াল এলাকায়।
পশ্চিম মেদিনীপুরের সবংয়ের ঘটনা। সেখানে বাড়ির ভিতর থেকে মহিলার নলি কাটা দেহ উদ্ধার হয়েছে। এলাকাবাসী সূত্রে খবর, ওই মহিলা বাড়িতে একাই থাকতেন। দুই মেয়ের বিয়ে হয়ে গিয়েছে আগেই। স্বামীও মারা গিয়েছেন।
এ দিন এলাকাবাসী সামনে গিয়ে দেখতে পান গলার নলি কাটা রক্তাক্ত বিবস্ত্র অবস্থায় বিছানায় পড়ে রয়েছেন প্রৌঢ়া। পুরো বিছানা রক্তে ভর্তি। ইতিমধ্যেই ঘটনার খবর পেয়ে সবং থানার পুলিশ পৌঁছেছে ঘটনাস্থলে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ওই মহিলাকে ধর্ষণ করে খুন করা হয়েছে। স্থানীয়রা দাবি তুলেছেন পুরো ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের। মহিলাদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা । এটা খুন নাকি এর পেছনে অন্যকোনও রহস্য তা খতিয়ে দেখছে সবং থানার পুলিশ। মৃতার আত্মীয় বলেন, “উনি অনেক দিন ধরেই একা থাকতেন। বড় মেয়ে প্রায়শই আসত যেতেন। সন্ধ্যার পর থেকে ঘরেই থাকতেন। আজ খবর শুনলাম গলা কেটে ফেলে রেখেছে। ওকে ধর্ষণ করেই খুন করেছে। মনে হয় চুরি করতে এসেছিল। বাধা পেয়েছে সেই কারণেই এই কাজ করেছে।”