Income Tax: মন্ত্রীকে জিজ্ঞাসাবাদের দিনই পার্থ-র জামাইয়ের মামার বাড়িতে আয়কর হানা
Partha Chatterjee's relative: একদিকে নাকতলায় পার্থ চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করছে ইডি। অন্যদিকে, তাঁর আত্মীয়ের বাড়িতে পৌঁছলেন আয়কর দফতরের আধিকারিকরা।
পিংলা : একদিকে রাজ্যের বিভিন্ন জায়গায় নিয়োগ দুর্নীতি মামলায় তল্লাশি চালাচ্ছে ইডি। অন্যদিকে শুক্রবার সকালেই পিংলায় পৌঁছে গেলেন আয়কর দফতরের আধিকারিকরা। জানা গিয়েছে, যে বাড়িতে আয়কর হানা হয়েছে, সেটা মন্ত্রী পার্থ চট্টোপাধ্য়ায়ের আত্মীয়ের বাড়ি। মন্ত্রীর জামাইয়ের মামার বাড়ি বলে জানা গিয়েছে। স্থানীয় সূত্রে খবর, কৃষ্ণপ্রসাদ অধিকারী নামে মন্ত্রীর ওই আত্মীয়ের কয়েক বিঘা জমির ওপর রয়েছে বাগানবাড়ি, রয়েছে স্কুল। সেই বাড়িতে এ দিন সকালে পৌঁছে যান আধিকারিকরা।
পিংলার খিরিন্দা এলাকায় বাড়ি কৃষ্ণপ্রসাদ অধিকারীর। সকাল ৯ টা থেকে সেই বাড়িতে রয়েছেন কেন্দ্রীয় আয়কর দফতরের ৫ জন প্রতিনিধি। বেশ কয়েক ঘণ্টা কেটে গেলেও তাঁদের বাড়ি থেকে বেরতে দেখা যায়নি। তবে কী কারণে আয়কর হানা, তা বোঝা যাচ্ছে না। বাড়ির বাইরে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা রয়েছে, ফলে সেখানে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই আত্মীয়ের বাগানবাড়ি রয়েছে। রয়েছে ঝাঁ চকচকে স্কুল। বিদেশি মার্বেল দিয়ে তৈরি হয়েছে সেই স্কুল। রয়েছে, স্কুলে ৬-৭ টি বাস, চার চাকার গাড়ি। পার্থ নিজেও একাধিকবার ওই জায়গা দেখতে গিয়েছেন বলে জানা যায়। চলছে, হস্টেল তৈরির কাজ। পার্থ চট্টোপাধ্যায়ের জামাইয়ের দুই মামা পুরোটা দেখাশোনা করেন বলেই জানা গিয়েছে।
গ্রামের ভিতরে এত বেশি টাকা বিনিয়োগ করে কী ভাবে স্কুল বানানো হল, তা ভেবে পান না এলাকার মানুষ। স্কুলের গেটে বা ভিতরে ঢুকলেই দেখা যাবে গেট থেকে স্কুল পুরোটাই পাথরে তৈরি। এই স্কুলে ভর্তি ফি মাসে ১৫ হাজার টাকা। বেতন দিতে হয় ২৪০০ টাকা। এ ছাড়া, যাতায়াতের জন্য দিতে হয় আড়াই থেকে তিন হাজার টাকা করে।
এ দিনই পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে জিজ্ঞাসাবাদ করতে যান ইডি আধিকারিকরা। বেশ কয়েক ঘণ্টা ধরে চলে সেই জিজ্ঞাসাবাদ।