Ram Mandir: রামলালার জন্য রাতভর তৈরি হবে লাড্ডু, মহোৎসবে মেতে মেদিনীপুর

Medinipur: জানা গিয়েছে, সোমবার রাম মন্দির প্রতিষ্ঠা উপলক্ষে সারা মেদিনীপুরের মানুষকে মিষ্টিমুখ করানো হবে। লাড্ডু খাইয়ে মিষ্টিমুখ করানোর উদ্যোগ নিয়েছে বিজেপি। তারই আয়োজন চলবে রাতভর। সোমবার রামলালার প্রাণপ্রতিষ্ঠার পরই এই লাড্ডু বিলি করা হবে। এছাড়া এলাকার যত মন্দির রয়েছে, সেখানেও যাবে এই মিষ্টি।

Ram Mandir: রামলালার জন্য রাতভর তৈরি হবে লাড্ডু, মহোৎসবে মেতে মেদিনীপুর
তৈরি হয়েছে লাড্ডু। Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Jan 21, 2024 | 11:46 PM

মেদিনীপুর: রাত পোহালেই বহু চর্চিত রাম মন্দিরের উদ্বোধন। সারা দেশ মুখিয়ে এই মুহূর্ত চাক্ষুষ করার জন্য। দেশের বিভিন্ন রাজ্যের প্রতিটা প্রান্ত থেকে এই রাম মন্দির উদ্বোধনে যুক্ত থাকার প্রয়াস চলছে। যেমন মেদিনীপুরের রাম ভক্তরা রাত জেগে লাড্ডু তৈরিতে ব্যস্ত। অযোধ্যার রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা হবে। তার জন্যই এই আয়োজন।

মেদিনীপুর জেলার মেদিনীপুর শহরে রাত জেগে প্রায় ১০ হাজার লাড্ডু তৈরি করছেন রাম ভক্তরা। মেদিনীপুর শহরের বটতলার চকে এই লাড্ডু তৈরির কাজ চলছে। নেতৃত্বে স্থানীয় নেতা দেবাশিস দাস। আজ রবিবার সারারাত ধরে সেই লাড্ডু তৈরি করা হবে। এলাকার পুরুষ মহিলা শিশুকে সকলেই নিজেদের মতো করে এই কর্মসূচিতে হাত লাগিয়েছেন।

জানা গিয়েছে, আগামিকাল সোমবার রাম মন্দির প্রতিষ্ঠা উপলক্ষে সারা মেদিনীপুরের মানুষকে মিষ্টিমুখ করানো হবে। লাড্ডু খাইয়ে মিষ্টিমুখ করানোর উদ্যোগ নিয়েছে বিজেপি। তারই আয়োজন চলবে রাতভর। সোমবার রামলালার প্রাণপ্রতিষ্ঠার পরই এই লাড্ডু বিলি করা হবে। এছাড়া এলাকার যত মন্দির রয়েছে, সেখানেও যাবে এই মিষ্টি।

দেবাশিস দাস বলেন, “রামলালার প্রতিষ্ঠাকে ঘিরে সোমবার মহোৎসব হবে। আমরাও নিজেদের মতো করে সেই মহোৎসবে সামিল হচ্ছে। রামলালার জন্য এই লাড্ডু তৈরি হচ্ছে। কালকের প্রসাদ হিসাবে এই লাড্ডু তৈরি করছি।”