ডেঙ্গি দমন অভিযানে গিয়ে কাউন্সিলরের সামনেই মার খেলেন পুরকর্মীরা

সেই ক্ষোভ থেকেই স্থানীয় কাউন্সিলর এবং তাঁর বিরোধী লোকজনের মধ্যেই শুরু হয়ে যায় হাতাহাতি। আর দুয়ের মাঝে পড়ে আক্রান্ত হন পুরকর্মী ও আশাকর্মীরা। ক্ষোভের মধ্যে পড়ে মার খেয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন পুরকর্মী ও আশাকর্মীরা। আর গোলমালে কমপক্ষে দশজন আহত হয়েছে বলে দাবি-দু পক্ষের ।

ডেঙ্গি দমন অভিযানে গিয়ে কাউন্সিলরের সামনেই মার খেলেন পুরকর্মীরা
আহতেরা ভর্তি হাসপাতালেImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Sep 09, 2023 | 11:55 PM

মেদিনীপুর: মেদিনীপুর শহরের ১৪ নম্বর ওয়ার্ডে সম্প্রতি ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে এক বৃদ্ধার। আর তারপরেই ওই এলাকায় ডেঙ্গি নিয়ে বিশেষ অভিযানে নেমেছে পুরসভা ও স্বাস্থ্য দফতর। শনিবার ডেঙ্গি দমন নিয়ে রাজ্যের প্রশাসনিক আধিকারিক ডলি চৌধুরীর নেতৃত্বে একটি প্রশাসনিক বৈঠক হয়। তারপরেই এলাকা পরিদর্শনে যান তিনি। এলাকা পরিদর্শন সেরে ফিরে আসার পরেই স্থানীয় কাউন্সিলারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন স্থানীয় মানুষজন । আর সেই ক্ষোভ থেকেই স্থানীয় কাউন্সিলর এবং তাঁর বিরোধী লোকজনের মধ্যেই শুরু হয়ে যায় হাতাহাতি। আর দুয়ের মাঝে পড়ে আক্রান্ত হন পুরকর্মী ও আশাকর্মীরা। ক্ষোভের মধ্যে পড়ে মার খেয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন পুরকর্মী ও আশাকর্মীরা। আর গোলমালে কমপক্ষে দশজন আহত হয়েছে বলে দাবি-দু পক্ষের । তার মধ্যে গুরুতর আহত পাঁচজন মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন বলেই জানা যাচ্ছে। এলাকার আশাকর্মীদের বক্তব্য স্থানীয় কিছু মানুষজন এলাকার কাউন্সিলারের বিরুদ্ধে ক্ষোভ জানাতে গিয়েই সেখান থেকেই মারধর শুরু। আর তাতেই গুরুতর আহত হয়েছেন স্প্রে ওয়ার্কার ও আশা কর্মীরা।

মেদিনীপুর পৌরসভার পৌরপ্রধান সৌমেন খানের অভিযোগ স্থানীয় দুষ্কৃতীরা পুরসভার কর্মীদের উপর আক্রমণ করেছে। যারা মাঠে নেমে কাজ করছে তাঁদের উপরে আক্রমণ হওয়ায় স্থানীয় দুষ্কৃতীদের বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগ হচ্ছে থানায়। পুরো প্রধানের অভিযোগ যারা এলাকা নোংরা আবর্জনায় ভরিয়ে দিচ্ছে তারাই পুরকর্মীদের মারধর করেছে। এই জিনিস বরদাস্ত করা হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। ইতিমধ্যেই থানায় অভিযোগ দায়ের হয়েছে এবং তারপরে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে মেদিনীপুর কোতোয়ালি থানার পুলিশ।

যাদের বিরুদ্ধে অভিযোগ সেই স্থানীয় সুরক্ষা সমিতির সদস্যদের বক্তব্য, প্রাক্তন কাউন্সিলর তথা বর্তমান কাউন্সিলর স্বামী দাঁড়িয়ে থেকে এই গোলমাল করিয়েছে। কাউন্সিলর দীর্ঘদিন ধরে এলাকায় কোন কাজ করছিলেন না। আধিকারিকের কাছে নালিশ জানানো নিয়ে গোলমালের সূত্রপাত বলে দাবি তাঁর।