Kharagpur: রুমের দরজা বন্ধ করে অঘোরে ঘুমোচ্ছিলেন ওরা, ভোর রাতে চোখ খুলতেই দেবাংশুদের কপালে হাত
Kharagpur: ঘটনাটি ঘটেছে গত ৪ তারিখ। রবিবার রাত্রি বেলায় দেবাংশু গুহর বাড়িতে চুরি হয়। তিনি বেসরকারি অবসরপ্রাপ্ত কর্মী। আর তাঁর স্ত্রী অবসরপ্রাপ্ত সরকারি নার্স। দেবাংশু বাবুর বক্তব্য, রাত্রি দু'টো থেকে আড়াইটার ভিতরে আমার স্ত্রী বাথরুমে যাওয়ার জন্য ঘুম থেকে ওঠেন।
খড়গপুর: অঘোরে ঘুমোচ্ছিলেন দম্পতি। তবে তবে একটু ভোর হতেই ওঠেন বৃদ্ধা মহিলা। চোখ কচলাতে-কচলাতে যখন খানিকটা এগিয়েছেন তখনই কার্যত চমকে ওঠেন তিনি। এ কী অবস্থা শোয়ার ঘরের? চারিদিকে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে শাড়ি। তখনই সন্দেহ হয়েছিল। ডেকে তোলেন স্বামীকে। ঘরের আলো জ্বালার পর সেই সন্দেহর হল অবসান। ঠিক যা ভেবেছিলেন সেইটাই হল।
খড়গপুর পৌরসভার ২৯ নম্বর ওয়ার্ডের সোনামুখী। সেখানেই দেবাংশু গুহর বাড়িতে চুরি হয়েছে এক লক্ষ টাকার। শুধু তাই নয়, খোয়া গিয়েছে সোনার গহনাও। অভিযোগ দায়ের হয়েছে খড়গপুর থানায়।
ঘটনাটি ঘটেছে গত ৪ তারিখ। রবিবার রাত্রি বেলায় দেবাংশু গুহর বাড়িতে চুরি হয়। তিনি বেসরকারি অবসরপ্রাপ্ত কর্মী। আর তাঁর স্ত্রী অবসরপ্রাপ্ত সরকারি নার্স। দেবাংশু বাবুর বক্তব্য, রাত্রি দু’টো থেকে আড়াইটার ভিতরে আমার স্ত্রী বাথরুমে যাওয়ার জন্য ঘুম থেকে ওঠেন। তখন শোয়ার ঘরের মেঝেতে বেশ কিছু শাড়ি ছড়িয়ে পড়েছিল। রাতের অন্ধকারে পায়ে শাড়ি লাগার পরে ও লাইট জ্বালে। দেখে শোয়ার ঘরে থাকা দুটি কাঠের আলমারি ও একটি স্টিলের আলমারি খোলা হয়ে পড়ে রয়েছে। স্টিলের আলমারিতে থাকা কয়েক লক্ষাধিক টাকার গহনার বাক্স গুলি ও বেশ কয়েকটি শাড়ি ছড়িয়ে ছিটিয়ে নিচে পড়ে আছে। বৃদ্ধ এও জানান,গত শনিবার তাঁর একমাত্র মেয়ে বাইরে গিয়েছেন। তিনি নিজের সমস্ত গহনা বাবার কাছে গচ্ছিত করে রেখে যায়। সেই সমস্ত গহনাই চুরি গেছে।
দেবাংশু বাবুর অনুমান, কেউ বা কারা ঘরে ঢুকে তাদের কোনও কিছু করে অচৈতন্য করে দিয়েছিল। গোটা ঘটনায় থানায় অভিযোগ দায়ের হয়েছে।