পানা পুকুরে ডুবে গাড়ির সামনের অংশ, কাছে যেতেই ভিতরের দৃশ্য দেখে গায়ে কাঁটা দিয়ে উঠল পড়শিদের

বুধবার সকালেই ভয়ঙ্কর কাণ্ড ঘাটাল মেদিনীপুর  (Paschim Medinipore) রাজ্য সড়কের ধারে নাড়াজোল এলাকায়।

পানা পুকুরে ডুবে গাড়ির সামনের অংশ, কাছে যেতেই ভিতরের দৃশ্য দেখে গায়ে কাঁটা দিয়ে উঠল পড়শিদের
নিজস্ব চিত্র
Follow Us:
| Updated on: Apr 14, 2021 | 10:11 AM

মেদিনীপুর: সকালের ব্যস্ততা তখনও শুরু হয়নি। পথ চলতি মানুষদের চোখ পড়ে পরিত্যক্ত পুকুরের মধ্যে মুখ থুবড়ে পড়ে রয়েছে গাড়ি (Car Accident)। কাছে গিয়ে দেখেন, গাড়ির মধ্যে চালকের নিথর দেহ। বুধবার সকালেই ভয়ঙ্কর কাণ্ড ঘাটাল মেদিনীপুর  (Paschim Medinipore) রাজ্য সড়কের ধারে নাড়াজোল এলাকায়।

বুধবার সাত সকালে স্থানীয়রা দেখেন একটি চার চাকার প্রাইভেট গাড়ি পড়ে রয়েছে। গাড়ির সামনের অংশ পুকুরের পাঁকে ঢাকা। খবর ছড়াতেই জড়ো হয়ে যান স্থানীয়রা। প্রথমে তাঁরা কিছু আঁচ করতে পারেননি। পরে বুঝতে পারেন, গাড়ির সামনের সিটেই রয়েছে চালকের নিথর দেহ। খবর পেয়ে ঘটনারস্থলে যায় দাসপুর থানার পুলিশ।

প্রাথমিক তদন্তের পর পুলিশ মনে করছে, গাড়িটি ঘাটাল থেকে মেদিনীপুরের দিকে যাচ্ছিল। গাড়িটির গতিবেগ স্বাভাবিকের তুলনায় বেশি ছিল। আর যে জায়গায় দুর্ঘটনাটি ঘটেছে, সেখানে রাস্তায় বাঁক ছিল। সেই বাঁকেই নিয়ন্ত্রণ হারিয়ে চালক গাড়ি নিয়ে পুকুরে পড়ে যায় বলে অনুমান।

Paschim Medinipore Car Accident Ghatal

নিজস্ব চিত্র

আরও পড়ুন: বাংলা-সহ ৫ রাজ্যে রেকর্ড সংক্রমণ! উপায় খুঁজতে রাজ্যপালদের সঙ্গে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী

গোটা বিষয়টি যখন সকলের নজরে আসে, ততক্ষণে মৃত্যু হয়েছে চালকের। অভিঘাতের জেরে চালক ঝুঁকে গাড়ির জানলা দিয়ে অর্ধেক বেরিয়ে এসেছিলেন। গোটা দেহ পাকের কাদায় ভরা।

মৃত চালকের বাড়িও ঘাটাল এলাকায় বলে জানা গিয়েছে। সাত সকালেই এই দুর্ঘটনার জেরে ব্যাপক যানযট সৃষ্টি হয়। তবে ইতিমধ্যেই দাসপুর পুলিশ মৃত দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে।