Paschim Medinipur Child Missing: বাড়ির সামনে খেলতে খেলতেই উধাও, ৯৬ ঘণ্টা পরও খোঁজ মিলল না শিশুর
Paschim Medinipur Child Missing: ঘটনার প্রায় ৯৬ ঘণ্টা পেরিয়ে গেল এখনও পর্যন্ত শিশুর কোনও হদিশ না মেলায় রীতিমতো উৎকণ্ঠায় গোটা পরিবার।
পশ্চিম মেদিনীপুর: নিখোঁজ হওয়ার পর পেরিয়ে গিয়েছে প্রায় ৯৬ ঘণ্টা। এখনও পর্যন্ত খোঁজ মেলেনি পাঁচ বছরের শিশু অরণ্যের। পুলিশি তদন্তে খুশি নয় পরিবার। সিআইডি তদন্তের দাবি জানাচ্ছেন পরিবারের সদস্যরা। পাঁচ বছরের শিশুর নিখোঁজের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মেদিনীপুর সদর ব্লকের নেপুরা এলাকায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার বেলা ১১টা নাগাদ বাড়ির সামনে খেলতে খেলতেই হঠাৎ নিখোঁজ হয়ে যায় বছর পাঁচেকের অরণ্য মাঝি। বাড়ির আশপাশের সমস্ত জায়গায় খোঁজ চালিয়েও তার হদিশ মেলেনি। কোন খোঁজ না মেলায় বুধবার বিকেলেই গুড়গুড়িপাল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় পরিবারের তরফে। পরিবারের প্রাথমিক অনুমান, অপহরণ করা হয়েছে শিশুকে। ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত নেমেছে গুড়গুড়িপাল থানার পুলিশ। পুলিশের তরফে খতিয়ে দেখা হচ্ছে পরিবারের সদস্য ও আত্মীয়দের কল ডিটেইলস রেকর্ড ।
ঘটনার প্রায় ৯৬ ঘণ্টা পেরিয়ে গেল এখনও পর্যন্ত শিশুর কোনও হদিশ না মেলায় রীতিমতো উৎকণ্ঠায় গোটা পরিবার। কার্যত কান্নায় ভেঙে পড়লেন গোটা পরিবারের সদস্যরা। শিশু নিখোঁজের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকা জুড়ে।
পরিবারের সদস্যরাও কারোর ওপর সন্দেহ করছেন না। সেভাবে পুলিশের হাতেও কোনও ক্লু আসছে না। জানা যাচ্ছে, বৃহস্পতিবার সকালে বাড়ির অদূরেই মোড়ের মাথায় সাব মার্সেবল পাম্পের কাছে খেলছিল শিশুটি। তার মা তাকে স্নান করানোর জন্য ডাকছিলেন। তখন থেকেই আর খুঁজে পাওয়া যাচ্ছিল না শিশুটিকে। যে এলাকার কথা বলছে, সেটা জনবহুল। পুলিশ মনে করছে, এর পিছনে পরিচিত কেউই জড়িত থাকতে পারে। কারণ এত জনবহুল এলাকা থেকে বাইরের কোনও লোক ঢুকে বাচ্চাকে নিয়ে যেতে পারবে না। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলছে পুলিশ। তাঁদের কাছ থেকেই কোনও ক্লু পাওয়ার চেষ্টা করছে।