মেদিনীপুরের ধাবায় শুটআউট! গুলিচালনার ঘটনায় গ্রেফতার আরও ৩
Medinipur: গুলির একটি খোল পড়ে থাকে কাউন্টারের সামনে। পরে আরও একজন এসে ভয় দেখিয়ে কাউন্টারের টেবিলে প্রায় ৫টি বন্দুক রেখে যান।
পশ্চিম মেদিনীপুর: হাইওয়ের ধারে ধাবায় ঢুকে গুলি চালনার অভিযোগে গ্রেফতার করা হল আরও তিন জনকে। রবিবারই এক জনকে গ্রেফতার করা হয়। এই নিয়ে মোট চার জন অভিযুক্তকে গ্রেফতার করা হল। এই চার জনই ধাবায় শূন্য গুলি চালিয়ে ধাবা কর্মীকে শাসিয়ে ভয় দেখিয়েছেন বলে অভিযোগ।
শনিবার সন্ধ্যায় মেদিনীপুর শহরে চলে গুলি। ৬০ নম্বর জাতীয় সড়কের ধারে ধর্মা থেকে কেরানিচটি যাওয়ার রাস্তায় একটি ধাবাতেও গুলি চলে। শনিবার সন্ধ্যায় জাতীয় সড়কের উপর জমুনাবালি এলাকায় ওই হামলা হয়।
ধাবার কর্মীদের বয়ান অনুযায়ী, এদিন সন্ধ্যার পরে একজন এসে ধাবার মালিকের খোঁজ করেন। এক লক্ষ টাকা দাবি করেন। রবিবার সকালের মধ্যে গিয়ে টাকা দিয়ে আসার কথা বলেন। ওই ব্যক্তি নিজেকে মোটা রাজা বলে পরিচয় দেন বলেও হোটল কর্মী জানান। চলে যাওয়ার সময় একটি গুলিও চালান। গুলিটি কাউন্টারের পাশ থেকে জানালার দিকে চলে।
গুলির একটি খোল পড়ে থাকে কাউন্টারের সামনে। পরে আরও একজন এসে ভয় দেখিয়ে কাউন্টারের টেবিলে প্রায় ৫টি বন্দুক রেখে যান। মূলত ভয় দেখানোর জন্য এই ঘটনা বলে মনে করছেন অনেকে। হোটেল কর্মী বলেন, “বলল এসে বাপিকে ফোন লাগা। আমি ফোন করে দেখলাম, সুইচ অফ। তখন বলল বাপিকে বলো কাল সকালের মধ্যে ১ লক্ষ টাকা দিয়ে যেতে। বলে চলে গেল। ফের ফিরে এসে বলল আমি মোটা রাজা ছিল। তারপর আবার এক জন এসে টেবিলে ৫ টা বন্দুক রেখে দিয়ে চলে গেল। বলল টাকা না পেলে সবকটা খতম করব।”
ধাবা কর্মীর কথায়, তখন দোকানে সেভাবে খদ্দের ছিল না। গোটা ঘটনা সিসি ক্যামেরায় ধরা রয়েছে। মহাতাবপুর এলাকায় গুলি চলার খবরের পরেই এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়েছে। জানা গিয়েছে, শূন্যে গুলি চালিয়ে আসলে এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি করার চেষ্টা করছিলেন ওঁরা। তবে কাউকে লক্ষ্য করে ওই এলাকায় গুলি চালিয়েছে কিনা তা খতিয়ে দেখতে শুরু করেছে পুলিশ।
পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। মোটা রাজা আসলে কে? ধাবা মালিক বাপির সঙ্গে ওই মোটা রাজার কী সম্পর্ক রয়েছে, তার খোঁজ করা হয়। ধাবার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ। মোটা রাজার খোঁজ পাওয়া যায়। খোঁজ মেলে তাঁর সাঙ্গদেরও। রবিবার রাতের মধ্যেই তিন জনকে গ্রেফতার করা হয়। রবিবার সকালে গ্রেফতার করা হয় এক জনকে। তাঁকে জেরা করেই বাকি তিন জনের খোঁজ মেলে। উল্লেখ্য, শনিবারই আবার মেদিনীপুর শহরে শ্মশান ঘাটেও গুলি চলে। এক ব্যক্তির ওপর হামলা হয় বলে অভিযোগ। ওই ব্যক্তি কোনওক্রমে বেঁচে যান। তবে এর আগেও ওই ব্যক্তির ওপর হামলা হয়েছে বলে অভিযোগ। ওই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। আরও পড়ুন: বয়স ষাট পেরিয়েছে, স্রেফ একটা কথাতেই বহু তরুণীকে মুগ্ধ করেছেন! হোটেলেই কাজ হাসিল…