শালবনিতে কোবরা ক্যাম্পে গুলি চালিয়ে আত্মঘাতী ২ জওয়ান
সিআরপিএফ (CRPF) ক্যাম্পে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল ২ জওয়ানের। শালবনিতে (Shalboni) চাঞ্চল্য।

প্রতীকী চিত্র।
কলকাতা: শালবনিতে (Shalboni) সিআরপিএফ (CRPF) ক্যাম্পে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল ২ জওয়ানের। তাঁদের মধ্যে এক জন মহিলা। নিহত দুজনের নাম রাজীব কুমার যাদব ও রাবেরি সেজলবেন।
সিআরপিএফের ২৩২ নম্বর ব্যাটেলিয়নের কোবরা ক্যাম্পে এক পুরুষ ও এক মহিলা জওয়ানকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া গিয়েছে। কী কারণে এই ঘটনা? তা এখনও স্পষ্ট নয়।
তবে প্রাথমিক ভাবে মনে করা হয়েছে, ওই দুই জওয়ানের মধ্যে কোনও ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। সম্পর্কের টানাপোড়েনেই কেউ কাউকে খুন করে আত্মঘাতী হয়েছেন বলে অনুমান করা হচ্ছে। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

সুনীতারা যে ড্রাগন ক্যাপসুলে ফিরলেন, তার ভাড়া কত জানেন?

গ্রীষ্মকালে ফ্রিজের তাপমাত্রা কত রাখা উচিত?

হতে পারে আর্থিক ক্ষতি? বলে দেবে লাল না কালো, তুলসী গাছে কোন পিঁপড়ের বাস?

অর্থকষ্ট দূর করতে রান্নাঘরে রাতে রাখুন এই একটি জিনিস

পুজোর মাঝে হঠাৎ নিভল প্রদীপ? এমন ঘটনা দিচ্ছে শুভ না অশুভের ইঙ্গিত?

নুন ছাড়া খাবারে স্বাদ মেলা ভার, রোজ কতটা লবণ খাওয়া উচিত জানেন?