Extra Marital Affair: প্রেমিকের সঙ্গে হাত মিলিয়ে স্বামীকে খুন? তৃণমূল নেতার ভাইপো খুনে গ্রেফতার তিন

পশ্চিম মেদিনীপুরের বেলদা থানার বাখরাবাদ রেললাইনের ধার থেকে উদ্ধার হয়েছিল কম্বল মোড়া এক যুবকের মৃতদেহ। ওই ঘটনায় তদন্তে নেমে খড়গপুর জিআরপি গ্রেফতার করল মৃতের স্ত্রীকে। ধৃতের নাম মুক্তারা বিবি (২৫)। রবিবার খড়গপুর আদালতে তোলা হলে ধৃতকে চারদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।

Extra Marital Affair: প্রেমিকের সঙ্গে হাত মিলিয়ে স্বামীকে খুন? তৃণমূল নেতার ভাইপো খুনে গ্রেফতার তিন
প্রতীকী ছবি
Follow Us:
| Edited By: | Updated on: Jan 22, 2024 | 6:39 AM

খড়্গপুর: দিন দুয়েক আগে রেললাইনের ধার থেকে উদ্ধার হয়েছিল এক যুবকের কম্বল মোড়া দেহ। ওই যুবক সম্পর্কে স্থানীয় তৃণমূল নেতার ভাইপো। সেই ঘটনায় মৃত যুবকের স্ত্রীকে গ্রেফতার করেছে পুলিশ। স্ত্রীর পাশাপাশি স্ত্রীর প্রেমিক এবং এক বন্ধুকেও গ্রেফতার করেছে খড়্গপুর জিআরপি। বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরেই এই খুন বলেই প্রাথমিক অনুমান পুলিশের। অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করে এ বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা করছে পুলিশ।

পশ্চিম মেদিনীপুরের বেলদা থানার বাখরাবাদ রেললাইনের ধার থেকে উদ্ধার হয়েছিল কম্বল মোড়া এক যুবকের মৃতদেহ। ওই ঘটনায় তদন্তে নেমে খড়গপুর জিআরপি গ্রেফতার করল মৃতের স্ত্রীকে। ধৃতের নাম মুক্তারা বিবি (২৫)। রবিবার খড়গপুর আদালতে তোলা হলে ধৃতকে চারদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। ধৃতের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০২, ২০১, ৩৪ ধারায় মামলা রুজু করেছে পুলিশ। রবিবার মুক্তারার প্রেমিক রিতেশ রানা (২৭) এবং প্রেমিকের এক বন্ধু শান্তনু পাত্রকে (৪৬) গ্রেফতার করা হয়েছে। তাদের সোমবার তোলা হবে আদালতে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম শেখ হাসিবুল রহমান (২৯)। বাড়ি খড়গপুর লোকাল থানার সাঁকোয়া আরুনখাগড়া গ্রামে। খড়গপুর দুই গ্রাম পঞ্চায়েতের কৃষি কর্মাধ্যক্ষ তথা তৃণমূল অঞ্চল কোর কমিটির সদস্য আনিসুর রহমানের ভাইপো হাসিবুল। শুক্রবার সকালে হাসিবুলের দেহ উদ্ধারের খবর পেয়ে এলাকায় যায় পুলিশ। পুলিশ কুকুর দিয়ে শুরু হয় তদন্ত।

তৃণমূল নেতা আনিসুর জানিয়েছেন, তাঁর ভাইপো একটি বেসরকারি কারখানায় কাজ করতেন। বুধবার টাকা নিয়ে কলকাতায় যাওয়ার জন্য বেরিয়েছিলেন। তার পর রেললাইনের ধার থেকে দেহ উদ্ধার হয়। এসআরপি খড়গপুর জিআরপি দেবশ্রী সান্যাল বলেন, “মৃতদেহ উদ্ধারের ঘটনায় তদন্তে নেমে, মৃতের স্ত্রী-সহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। মৃতের স্ত্রীর সঙ্গে তাঁর প্রেমিকের অবৈধ সম্পর্ক রয়েছে। প্রেমিক এবং তাঁর এক বন্ধুকে গ্রেফতার কথা হয়েছে। ঘটনার সব দিক খতিয়ে দেখা হচ্ছে।”