Ghatal: দিনের শেষে আসল ‘হিরো’ কে? টলিউডের দুই নায়কের টক্করে জমজমাট ঘাটাল
Ghatal: ২০১৪ ও ২০১৯ সালের লোকসভা নির্বাচনে এই ঘাটাল থেকেই লড়েছিলেন দেব। জিতেওছিলেন। যদিও এইবার এখনও দেবের নাম খাতায় কলমে তৃণমূলের তরফে ঘোষণা করা না হলেও তিনি যে লড়ছেন তা কার্যত স্পষ্ট। দলের অন্দর থেকেও মিলছে সেরকমই ইঙ্গিত।
ঘাটাল: রাজ্যের ৪২ আসনের মধ্যে ২০ আসনের জন্য প্রার্থী তালিকা প্রকাশ করে দিয়েছে বিজেপি। ঘাটল থেকে পদ্ম শিবিরের হয়ে দাঁড়াচ্ছেন টলিউড অভিনেতা তথা বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়। শনিবার রাতেই তাঁর নাম ঘোষণা করা হয়েছে। তারপর থেকেই সাজসাজ রব ঘাটাল বিজেপির অন্দরে। জোরকদমে শুরু হয়েছে প্রচার। দেওয়াল লিখতেও শুরু করে দিয়েছেন ঘাটালের বিধায়ক শীতল কপাট। তৈরি হচ্ছে পোস্টার, প্ল্যাকার্ড, ফেস্টুন। এরইমধ্যে আবার ঘাটালে দেখা গেল দীপক অধিকারী ওরফে দেবের নামেও দেওয়াল লিখন। একই দেওয়ালের দুই দিকে দেখা গেল দু’জনের নাম। একদিকে হিরণকে ভোট দিতে বলছে বিজেপি। অন্যদিকে দেবকে ভোট দিতে বলছে তৃণমূল। কিন্তু, দিনের শেষে কার পাল্লা হবে ভারী? টলিউডের দুই হিরোর সম্মুখসমরে শেষ হাসিই বা হাসবে কে?
এলাকার বাসিন্দা প্রদীপ সিং বলছেন, “যে যেমন কাজ করেছে তার ভিত্তিতেই টক্কর হবে। কে কেমন কাজ করেছে সবটাই তো এখন বোঝা যাচ্ছে। বিজেপি এখন নতুন এসেছে। ওরা যদি ক্ষমতায় আসতে পারে তাহলে আমরা সহযোগিতা করব। দেবকে এখন চাইছি না। এলাকায় কোনও কাজ করেনি। ১০ বছরে তো ওকে মোটে দু’বার দেখেছি।”
এলাকার আর এক বাসিন্দা বলছেন, “লড়াই তো ভালই হবে। ১০ বছরে দেব অনেক প্রতিশ্রুতি দিয়ে জিতে আসছে। কিন্তু, এবার হিরণ দাঁড়িয়েছে। সাধারণ মানুষ হিসাবে আমাদের মনে হচ্ছে হিরণকে একবার সুযোগ দিয়ে দেখা দরকার।” যদিও এলাকার অনেকই বলছেন ঘাটাল মাস্টার প্ল্যানের বাস্তবায়ন হলে তার সূদূর প্রসারী ছাপ পড়বে। আর তা যদি করে দেখাতে পারেন দেব। তাহলে আগামীতে তিনি ভাল মাইলেজ পাবেন। জয়ের ব্যাপারে আশাবাদী এলাকার তৃণমূল কর্মীরা। তাঁদের সাফ দাবি, গত দু’বারের মতো এবার জিতবেন দেবই।
প্রসঙ্গত, ২০১৪ ও ২০১৯ সালের লোকসভা নির্বাচনে এই ঘাটাল থেকেই লড়েছিলেন দেব। জিতেওছিলেন। যদিও এইবার এখনও দেবের নাম খাতায় কলমে তৃণমূলের তরফে ঘোষণা করা না হলেও তিনি যে লড়ছে তা কার্যত স্পষ্ট। দলের অন্দর থেকেও মিলছে সেরকমই ইঙ্গিত। দলের নীচুতলার কর্মীরা জোরকদমে দেওয়াল লেখার কাজও শুরু করে দিয়েছেন। এলাকায় চড়ছে রাজনীতির পারদ।