Suvendu slams Dev: দেব ‘ডুমুরের ফুল’, ক’বার দেখা গিয়েছে ঘাটালে? হিরণকে পাশে নিয়ে প্রশ্ন শুভেন্দুর
Suvendu slams Dev: কোভিডের সময়ে, কিংবা লকডাউনের সময়ে, বা বন্যার সময়ে সাংসদকে দেখতে পাওয়া গিয়েছে? সেই প্রশ্নও করেন শুভেন্দু। এরপরই বিরোধী দলনেতার সংযোজন, 'এক দিন আসেন দু'ঘণ্টার জন্য। পুলিশ বেষ্টিত হয়ে হাত নাড়তে নাড়তে চলে যান।'
ঘাটাল: লোকসভা ভোটের জন্য তৃণমূলের তরফে এখনও প্রার্থী ঘোষণা করা হয়নি। তবে ঘাটালে যে আরও একবার সাংসদ-অভিনেতা দেবকেই প্রার্থী করতে চলেছেন মমতা, তা একপ্রকার নিশ্চিত। আজ সেই ঘাটালে সভা করলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সঙ্গে ছিলেন ঘাটাল থেকে বিজেপির প্রার্থী হিরণ। হিরণকে পাশে নিয়েই সাংসদ দেবকে কড়া ভাষায় নিশানা করলেন শুভেন্দু। দেবকে ‘ডুমুরের ফুল’ বলে খোঁচা দিয়ে শুভেন্দু বলেন, ‘পাঁচ বছর তাঁর দেখা পাওয়া যাবে না। ভোটের সময় এলে লোকসভায় গিয়ে দেড় মিনিটের বক্তৃতা রাখেন।’
কোভিডের সময়ে, কিংবা লকডাউনের সময়ে, বা বন্যার সময়ে সাংসদকে দেখতে পাওয়া গিয়েছে? সেই প্রশ্নও করেন শুভেন্দু। এরপরই বিরোধী দলনেতার সংযোজন, ‘এক দিন আসেন দু’ঘণ্টার জন্য। পুলিশ বেষ্টিত হয়ে হাত নাড়তে নাড়তে চলে যান।’ উল্লেখ্য, সম্প্রতি একটি ভাইরাল অডিয়ো ক্লিপে দেবের বিরুদ্ধে এমপি ল্যাডের টাকা থেকে ৩০ শতাংশ কাটমানি নেওয়ার অভিযোগ তোলা হয়েছিল। যদিও সেই অডিয়ো ক্লিপের সত্যতা যাচাই করেটি টিভি নাইন বাংলা। আজ ঘাটালের সভা থেকে দেবকে নিশানা করার সময় আবারও সেই ৩০ শতাংশ কাটমানির অভিযোগ শোনা যায় শুভেন্দুর গলায়।
গরু পাচার মামলায় অভিযুক্ত এনামুল হকের প্রসঙ্গ টেনেও এদিন খোঁচা দেন শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতার কথায়, ‘এনামুলের ভাই বিট্টুর কাছ থেকে গরু পাচারের ৬৫ লাখ টাকা অ্যাকাউন্টে নিয়েছেন এখানকার দু’বারের সাংসদ দীপক অধিকারী।’ যদিও দেব আগেই বলে দিয়েছিলেন, এনামুলকে তিনি চেনেন না। বলেছিলেন, ‘আমি কারও থেকে এক টাকাও নিইনি।’