CM Mamata Banerjee: ‘আমরা ঘাসে মুখ দিয়ে চলি না, ঘাস রক্ষা করি’
CM Mamata Banerjee: মমতা বলেছেন, "মমতা: কয়েকদিন আগে মিথ্যা কথা বলল আবাস যোজনা নিয়ে। ওরা নাকি প্রকল্পের জন্য ৪৩ হাজার কোটি টাকা দিয়েছে। আমরা ঘর না করে খেয়ে নিয়েছি। আমি বলছি ২০১৪-২০১৫ থেকে ২০২১-২২ পর্যন্ত কেন্দ্র ২৯ হাজার ৮৩৪ কোটি টাকা। রাজ্য দিয়েছে ২০ হাজার কোটি। জমি রাজ্যকে দিতে হয়েছে। তিন বছর ঘর আটকে রেখেছে। আমরা ৪৩ লক্ষ বাড়ি করে দিয়েছি। মে মাস পর্যন্ত অপেক্ষা করব। টাকা না দিলে আমরাই শুরু করব ১১ লক্ষ বাড়ির কাজ।"
পশ্চিম মেদিনীপুরের প্রশাসনিক সভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিভিন্ন প্রকল্পের শিল্যানাস করছেন তিনি। আজ মুখ্যমন্ত্রীর ঘোষণা এক নজরে
এক নজরে আপডেট
- মমতা: মেদিনীপুরের মাটি বিদ্যাসাগরের মাটি। এ মাটি গদ্দারদের সমর্থন করে না।
- মমতা: কালকে প্রদীপরা বলছিল খড়গপুরে রেল কলোনী অনেক আছে। ভোটের আগে ওখানে আটটা ওয়ার্ডে জল কেটে দেওয়া হয়, কারেন্ট কেটে দেওয়া হয়। বলা হয় বিজেপিকে ভোট না দিলে উচ্ছেদ করবে। আমি চ্যালেঞ্জ করছি, একটা বাড়ির যদি জল-কারেন্ট কাটা হয় তাদের বিরুদ্ধে আন্দোলন করুন। আমরা ঘাসে মুখ দিয়ে চলি না। ঘাস রক্ষা করি।
- মমতা: সবুজ সাথী সকলকে দেওয়া হয়। বিনা পয়সায় ফোন দেওয়া হয়। আগামী বছর থেকে ১১ ক্লাসে স্মার্ট ফোন দেব।
- মমতা: নির্বাচনের আগে গ্যাস বেলুন। এরপর বেলুন ফুটো হয়ে যায়। একদিন বলেছিল বেটি বাঁচাও বেটি পড়াও কেউ পায়নি। আর কণ্যাশ্রী সবাই পায়।
- মমতা: বাংলা বড় রাজ্য। এখানে কিছু করতে গেলে টাকা বেশি দিতে হয়। মনে রাখবেন এপ্রিল মাসের প্রথম থেকে টাকা ঢুকবে লক্ষ্মীর ভাণ্ডারের।
- মমতা: চমকাই তলায় অজিত পাঁজাকে ঘিরে ধরেছে। আমি দৌড়ে গেলাম। দেখি চারদিক থেকে গুলি চলছে। কেশপুরে মিটিং থেকে ফিরে আসতে গিয়ে দেখি আমার সব গাড়ির কাচ ভেঙে দিয়েছে। নেতাই তে কীভাবে খুন হয়েছে? সেই সিপিএম-এর হার্মাদরা এখন বিজেপির নেতা হয়েছে।
- মমতা: গড়বেতায় এক বিধবা মা আমায় বললেন ওনার দু’টো ছেলেকে সিপিএম মেরে দিয়েছে। তারাই এখন বিজেপি-র হার্মাদ। তারপর বললেন, মা গো আমার হাতে দু’টো জিনিস দেবে? আমি বললাম কী? উনি বললেন এক হাতে তৃণমূলের পতাকা দাও আর এক হাতে বন্দুক দাও। আমি আমার ছেলের খুনের বদলা নেব।
- মমতা: একদিন জঙ্গলমহল, মেদিনীপুর, শালগড়, নেতাই, গড়বেতায় বেরতে ভয় পেত মানুষ বেরতো। আমি তখন রেলমন্ত্রী ছিলাম। জলপাইগুড়িতে গেছিলাম অনুষ্ঠানে। খবর এল কেশপুরে ৭ জনকে সিপিএম খুন করেছে। আমি ফিরে এলাম সঙ্গে সঙ্গে। কারণ আমি শুনেছিলাম আমি না আসা পর্যন্ত তাদের কবর দেওয়া হবে না। আমি চম্পাই তলা চোখে দেখছি, হলদিয়ায় মিটিং করতে গিয়ে দেখি মাইক ম্যানকে অনুমতি দেয়নি সিপিএম।
- মমতা:আমি কালকে মেদিনীপুরের জেলা পরিষদের সদস্যদের সঙ্গে দেখা করেছি। ওনারা বলেন কেশিয়ারী ব্লক স্বাস্থ্য কেন্দ্রের উন্নতি করা। ওটা ৩০ বেড বাড়িয়ে ৬০ বেড করব।
- মমতা: ঘাটাল মাস্টার প্রকল্প? দেব, জুনরা আমায় বারবার বলেছে। আমরা আড়াইশো কোটি টাকা খরচ করে অনেক কাজ করেছি। আগামী দু’তিন বছরের মধ্যে আমরাই করব।
- মমতা: বিভিন্ন বোর্ড আমরা তৈরি করেছি। সাওতালি মিডিয়াম স্কুল তৈরি হয়েছে।
- মমতা: কয়েকদিন আগে মিথ্যা কথা বলল আবাস যোজনা নিয়ে। ওরা নাকি প্রকল্পের জন্য ৪৩ হাজার কোটি টাকা দিয়েছে। আমরা ঘর না করে খেয়ে নিয়েছি। আমি বলছি ২০১৪-২০১৫ থেকে ২০২১-২২ পর্যন্ত কেন্দ্র ২৯ হাজার ৮৩৪ কোটি টাকা। রাজ্য দিয়েছে ২০ হাজার কোটি। জমি রাজ্যকে দিতে হয়েছে। তিন বছর ঘর আটকে রেখেছে। আমরা ৪৩ লক্ষ বাড়ি করে দিয়েছি। মে মাস পর্যন্ত অপেক্ষা করব। টাকা না দিলে আমরাই শুরু করব ১১ লক্ষ বাড়ির কাজ।
- মমতা: কাজ আমরা করছি। আর দিল্লির কিছু গদ্দাররা বলছে ‘ঘর ঘর জল দিচ্ছি’