Gram Panchayat: বিজেপি জিততেই এলাকা থেকে সরছে জল প্রকল্প? রাস্তা আটকালেন গ্রামবাসীরা

Gram Panchayat: এক গ্রামবাসী জানান, জলের সমস্যা থাকায় দীর্ঘদিনের দাবি মেনে এই এলাকায় জল প্রকল্প করার সিদ্ধান্ত নিয়েছিল প্রশাসন। তারপরও কেন সরানো হল?

Gram Panchayat: বিজেপি জিততেই এলাকা থেকে সরছে জল প্রকল্প? রাস্তা আটকালেন গ্রামবাসীরা
সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে যন্ত্রপাতিImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Jul 19, 2023 | 12:05 PM

ডেবরা: পরীক্ষা-নিরিক্ষার পর জল প্রকল্পের জায়গা ঠিক হয়েছিল। যন্ত্রপাতি এনে কাজকর্মও শুরু হয়েছিল। কিন্তু ভোট মিটতেই সরানো হচ্ছে সে সব সরঞ্জাম। গাড়ি করে তুলে নিয়ে যাওয়া হচ্ছে পাইপ। এমন দৃশ্য দেখে অবাক হয়ে যান গ্রামবাসীরা। রাস্তায় নেমে প্রতিবাদ জানান তাঁরা। গ্রামবাসীদের দাবি, পঞ্চায়েতে বিজেপি জিতেছে বলেই তড়িঘড়ি সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে জল প্রকল্প। রাস্তা আটকে সরঞ্জাম নিয়ে যেতে বাধা দেন তাঁরা। তবে তৃণমূল এই অভিযোগ মানতে নারাজ। বিডিও-র দাবি, ইন্সপেকশন করলে তবেই জানা যাবে, আসলে কী হয়েছে।

পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের ১০/১ নম্বর অঞ্চলের অন্তর্গত চকশুলপান গ্রামের ঘটনা। গ্রামবাসীদের দাবি, পরীক্ষা করেই ওই জল প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছিল। এক গ্রামবাসী জানান, জলের সমস্যা থাকায় দীর্ঘদিনের দাবি মেনে এই এলাকায় জল প্রকল্প করার সিদ্ধান্ত নিয়েছিল প্রশাসন। গ্রামের ফাঁকা এলাকাতেই কাজ হচ্ছিল। প্রয়োজনীয় যন্ত্রপাতি সহ কর্মীরাও পৌঁছে গিয়েছিলেন সেখানে।

গ্রামবাসীরা আরও জানিয়েছেন, বিগত কয়েক বছর ধরে এই এলাকায় পঞ্চায়েত ছিল শাসকের দখলে। কিন্তু এবার উলট পুরান। জয়ী হয়েছে বিজেপি। সে কারণেই কি প্রকল্প সরিয়ে নিয়ে যাওয়ার চক্রান্ত হচ্ছে? এমনই প্রশ্ন তুলেছেন গ্রামবাসীরা।

ডেবরা ব্লকের বিডিও সিঞ্জিনি সেনগুপ্ত জানান, এ বিষয়ে অভিযোগ পেয়েছেন তিনি। স্পট ইন্সপেকশন না করলে পুরো বিষয়টি বোঝা যাবে না বলে জানিয়েছেন। পূর্ত দফতরের ইঞ্জিনিয়াররা ঘটনাস্থলে যাবেন বলেও আশ্বস্ত করেছেন বিডিও।

ব্লক তৃণমূলের সহ-সভাপতি প্রদীপ কর জানান, এলাকায় মোট তিনটি রিজার্ভার হওয়ার কথা ছিল। দুটো রিজার্ভারের কাজ প্রায় শেষ। চকশুলপানে এই তৃতীয়টির কাজ হওয়ার কথা ছিল। ৫২ শতক জায়গাও দেওয়া হয়েছিল। তৃণমূল নেতার দাবি, পরে দেখা যায় ওই জায়গায় পুকুর আছে, ইঞ্জিনিয়াররা দেখেছেন রিজার্ভার তৈরি হলে দুর্ঘটনা ঘটতে পারে। তাই অন্য জায়গায় প্রকল্প সরানো হচ্ছে বলে জানিয়েছেন তিনি।