Medinipur Agitation: পাউরুটির দাম বাড়তেই হকারদের সঙ্গে তুমুল গোলমাল কারখানার মালিকের, আহত তিন

Ghatal: কারখানার মালিকদের কাছ থেকে পাউরুটি, বিস্কুট কিনে তা বিক্রি করেন হকাররা। দিন প্রতি যে ক'টা পিস বিক্রি হয় তাতেই সংসার চালান তাঁরা।

Medinipur Agitation: পাউরুটির দাম বাড়তেই হকারদের সঙ্গে তুমুল গোলমাল কারখানার মালিকের, আহত তিন
অভিযোগকারী শেখ সফিকুল আলি। নিজস্ব চিত্র।
Follow Us:
| Edited By: | Updated on: Mar 29, 2022 | 8:15 AM

মেদিনীপুর: আচমকাই বেকারির জিনিসের দাম বেড়ে গিয়েছে। বিশেষ করে পাউরুটি, বিস্কুটের দাম। এই মূল্যবৃদ্ধিকে কেন্দ্র করে বিস্কুট কারখানার মালিকের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়ার অভিযোগ উঠল হকারদের বিরুদ্ধে। এই ঘটনায় তিনজন হকারকে এক কারখানার মালিক মারধর করেন বলে অভিযোগ উঠেছে। কারখানা মালিকের বিরুদ্ধে মারধরের অভিযোগ তুলে পুলিশের দ্বারস্থ হয়েছেন তাঁরা। সোমবার মেদিনীপুরের ঘাটালে এই ঘটনা ঘিরে উত্তেজনা ছড়ায়। স্থানীয় একটি পাউরুটি, বিস্কুট প্রস্তুতকারক কারখানার মালিকের বিরুদ্ধে মারধরের অভিযোগ ঘিরে দিনভর সরগরম এলাকা।

কারখানার মালিকদের কাছ থেকে পাউরুটি, বিস্কুট কিনে তা বিক্রি করেন হকাররা। দিন প্রতি যে ক’টা পিস বিক্রি হয় তাতেই সংসার চালান তাঁরা। হকারদের অভিযোগ, হঠাৎই এলাকার একাধিক কারখানায় পাউরুটির দাম ৬ টাকা থেকে বাড়িয়ে ৮ টাকা করে দেয়। ফলে চাপে পড়ে যান হকাররা। এই নিয়েই কারখানার মালিককে বলতে গেলে ঝামেলা শুরু হয়। তিনজন হকারের গায়ে হাত তোলা হয় বলেও অভিযোগ।

এলাকার এক পাউরুটি বিক্রেতা শেখ সফিকুল আলি বলেন, “সব জিনিসের দাম বেড়েছে। হকারদেরও তো দাম বাড়াতেই হবে। এই আয়ে পেট চলে না। এক ডজন রুটি করলে কোম্পানিগুলোর প্রচুর লাভ। খরিদ্দারদের তো লুটেপুটে খাচ্ছে। হকাররা বলতে গেলে মারধর, গালাগালি করছে। বলছে, হকার দরকার নেই। ব্যবসা করব না। কোম্পানি বলছে পোষালে নাও না হলে ছেড়ে দাও। একাধিক বেকারিতে এই জিনিস চলছে। আমরা পুলিশের উপরই এটা ছেড়ে দেব।”

এ প্রসঙ্গে কারখানার মালিক শেখ আখতার আলি বলেন, “আমরা চাই প্রশাসন এই বেকারি সমস্যার সমাধান করুক। কোনও রাজনৈতিক দলের তরফে নয়। এর আগেও হকারদের নিয়ে দু’বার বসেছিলাম। চারদিকে দাম বেড়েছে, প্রতি পিসে ১ টাকা করে। আমরা কী করে কমে মাল ছাড়ব? ওরা দু’দিন সময় চেয়েছিল। এখন বলছে পুরনো দরে জিনিস দিতে হবে। এটা কোনওভাবেই দেওয়া সম্ভব না। আর ওরা যে মারধরের অভিযোগ তুলছে, সেটাও পুরোপুরি সত্যি নয়। একজন খুব খারাপ ভাষায় কথা বলেছিলেন। তাঁকে মারধর করা হয়। তিনজনকে মারধরের অভিযোগ ভিত্তিহীন।”

আরও পড়ুন: West Bengal Assembly: ‘কিচ্ছু হয়নি বিজেপি বিধায়কদের, জাল সার্টিফিকেট নিতে হাসপাতালে গিয়েছিল’, বিধানসভায় হাতাহাতি নিয়ে মুখ খুললেন মদন মিত্র