Suicide: ফোনে কথা বলতে-বলতে সেতু থেকে নদীতে ঝাঁপ দিলেন যুবক
Suicide: মঙ্গলবার সন্ধ্যা নাগাদ ঘাটাল শহরের শিলাবতী নদীর উপর বিদ্যাসাগর সেতু থেকে ঝাঁপ দেয় যুবক। প্রশাসন ও পরিবার সূত্রে জানা গিয়েছে,যুবকের নাম আকাশ বর্মা (২৪)।
ঘাটাল: হঠাৎ করে নদীতে ঝাঁপ দিলেন যুবক। পশ্চিম মেদিনীপুরের ঘাটালের বিদ্যাসাগর সেতু থেকে আচমকাই শিলাবতী নদীতে ঝাঁপিয়ে পড়েন ওই যুবক। গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনার পরেই পুলিশ এবং বিপর্যয় মোকাবিলা দফতরের পক্ষ থেকে যুবকের খোঁজে চলে তল্লাশি অভিযান।
মঙ্গলবার সন্ধ্যা নাগাদ ঘাটাল শহরের শিলাবতী নদীর উপর বিদ্যাসাগর সেতু থেকে ঝাঁপ দেয় যুবক। প্রশাসন ও পরিবার সূত্রে জানা গিয়েছে,যুবকের নাম আকাশ বর্মা (২৪)। বাড়ি খড়গপুরে। ঘাটাল পৌরসভার ১৬ নং ওয়ার্ড ইটভাটা এলাকায় ওই যুবকের ভাই পাতাল বর্মার শ্বশুরবাড়ি। ভাই কর্মসূত্রে ঘাটালে থাকতেন। ভাইয়ের সঙ্গে সেখানেই থাকতেন ওই যুবক।
পুলিশ জানিয়েছে,মদ্যপ অবস্থায় ছিলেন ওই যুবক। ফোনে কারোর সঙ্গে কথা বলতে-বলতে আচমকাই ঝাঁপ দেন তিনি। ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় ঘাটাল থানার পুলিশ।যুবকের সন্ধানে পুলিশ ও সিভিল ডিফেন্সের কর্মীরা খোঁজ চালাতে শুরু করেন। তবে নদীতে স্রোত থাকার কারণে তল্লাশি কাজ সম্পূর্ণ করা যায়নি। আজও তল্লাশি অভিযান শুরু হয়েছে।
ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় এক যুবক বলেন, “একজন ছেলে ব্রিজ থেকে ঝাঁপ দিয়েছে। কেন দিয়েছে জানি না। পুলিশ এসেছে উদ্ধার করতে। কিন্তু দেহ পাওয়া যায়নি।”