CM Mamata Banerjee: বালেশ্বরের দুর্ঘটনায় আহতদের দেখতে মেদিনীপুর হাসপাতালে মমতা, এলেন ভারতীও

CM Mamata Banerjee: নিহতদের পরিবার পিছু ৫ লক্ষ টাকা করে দেওয়া হবে। গুরুতর আহতদের ১ লক্ষ টাকা ও অল্প আহতদের ৫০ হাজার টাকা করে দেওয়া হবে বলে ঘোষণা করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

CM Mamata Banerjee: বালেশ্বরের দুর্ঘটনায় আহতদের দেখতে মেদিনীপুর হাসপাতালে মমতা, এলেন ভারতীও
মেদিনীপুর মেডিকেল কলেজে ভর্তি অনেক আহত
Follow Us:
| Edited By: | Updated on: Jun 06, 2023 | 9:59 PM

মেদিনীপুর: শুক্রবার সন্ধ্যায় বালেশ্বরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনার পর শনিবারই সেখানে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। করেছেন ক্ষতিপূরণের ঘোষণা। এই মর্মান্তিক দুর্ঘটনায় আহতদের দেখতে এদিন মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল আসেন মুখ্যমন্ত্রী। এদিকে মুখ্যমন্ত্রীর হাসপাতাল পরিদর্শনের পরে মেদিনীপুর (Medinipur) মেডিক্যাল কলেজে ট্রেন দুর্ঘটনায় আহতদের সঙ্গে দেখা করতে আসেন বিজেপির সর্বভারতীয় মুখপাত্র ভারতী ঘোষ। সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা ব্যবস্থা নিয়ে একরাশ ক্ষোভও উগরে দেন। তাঁর অভিযোগ, মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে সেভাবে কোনও চিকিৎসা হচ্ছে না। তিনদিন ধরে পড়ে রয়েছে আহত ব্যক্তিরা।

ক্ষোভ উগরে দেন রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো নিয়েও। প্রসঙ্গত, বালেশ্বরের ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় এখনও পর্যন্ত মৃতের সংখ্যা ২৭৮। আহত হাজারের বেশি। মৃতদের মধ্যে শতাধিক বাংলার বাসিন্দা। আহতদের মধ্যে বহু মানুষ ভর্তি ওড়িশার একাধিক হাসপাতালে। অন্যদিকে ঘটনাস্থল থেকে বাংলার কাছে জেলা হিসাবে রয়েছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর। 

দুর্ঘটনায় আহত বহু মানুষ ভর্তি রয়েছেন মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। এদিকে মৃত ও আহতদের জন্য ক্ষতিপূরণের ঘোষণা করেছে রেল। ক্ষতিপূরণের ঘোষণা করেছে বাংলার সরকারও। নিহতদের পরিবার পিছু ৫ লক্ষ টাকা করে দেওয়া হবে। গুরুতর আহতদের ১ লক্ষ টাকা ও অল্প আহতদের ৫০ হাজার টাকা করে দেওয়া হবে বলে ঘোষণা করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি  দুর্ঘটনার জেরে মৃতদের ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ, গুরুতর আহতদের জন্য ২ লক্ষ টাকা ক্ষতিপূরণের ঘোষণা করেছে রেল মন্ত্রক।