BJP in Nadia: ‘জগা হঠাও’, এবার সাংসদের বিরুদ্ধে পড়ল পোস্টার
BJP in Nadia: কয়েকদিন আগে বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক অমিতাভ চক্রবর্তীর নামে পোস্টার পড়েছিল একাধিক জায়গায়। আর এবার সাংসদের নামে পড়ল পোস্টার।
নদিয়া : বঙ্গ বিজেপির অন্তর্দ্বন্দ্ব ক্রমশ প্রকট হচ্ছে। সদ্য এই অন্তর্দ্বন্দ্বের জেরেই বহিস্কার করা হয়েছে জয়প্রকাশ মজুমদার, রীতেশ তিওয়ারির মতো বঙ্গ বিজেপির পুরনো নেতাকে। আর এবার বিজেপিতেই ফের বিক্ষোভের সুর। নদিয়ার রানাঘাট জুড়ে পোস্টার পড়ল বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের নামে। জগন্নাথ সরকারকে নদিয়া থেকে সরাতে হবে, এই দাবি জানানো হয়েছে সেই পোস্টারগুলিতে। কোনও পোস্টারে সাংসদকে দুর্নীতিগ্রস্ত, কোথাও আবার চরিত্রহীন বলে উল্লেখ করা হয়েছে। যদিও এই অভিযোগ মানতে নারাজ বিজেপি। তাঁদের দাবি, যেহেতু পুরভোট আসন্ন। তাই তৃণমূল ষড়যন্ত্র করে বিজেপির ভাবমূর্তি নষ্ট করতে চাইছে।
রানাঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের নামে পোস্টার পড়েছে রানাঘাট মহাকুমার বিভিন্ন জায়গায়।এমনকি পোস্টার পড়েছে বিজেপির নদিয়া সাংগঠনিক জেলার পার্টি অফিসের সামনেও। পোস্টারে জগন্নাথ সরকারের ডাক নাম ধরে বলা হয়েছে তিনি দুর্নীতিবাজ এবং ষড়যন্ত্রকারী।
একইসঙ্গে তাঁর চরিত্র সমন্ধেও কটূক্তি করা হয়েছে এই পোস্টারে। বিজেপির নদিয়ার সাংগঠনিক জেলা কমিটি গঠন হওয়ার পর থেকেই গোষ্ঠীদ্বন্দ্বের আগুন ধিকি ধিকি করে জ্বলছিল। আর এবার সেই আগুনের আঁচ পৌঁছল রানাঘাট লোকসভার সাংসদ পর্যন্ত।
তবে এই ঘটনায় গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ উড়িয়ে দিয়েছে বিজেপি। বিজেপির নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলার সভাপতি তথা রানাঘাট উত্তর পশ্চিম কেন্দ্রের বিধায়ক পার্থসারথি চট্টোপাধ্যায় দাবি করেছেন, পুরোটাই তৃণমূলের চক্রান্ত। তাঁর অভিযোগ, পুরভোট আসন্ন। তাই এ সব করে বিজেপির ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে তৃণমূল। অন্যদিকে রানাঘাট শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি পবিত্র কুমার ব্রম্ভ-র দাবি, এর সঙ্গে তৃণমূলের কোনও সম্পর্ক নেই। তাঁর দাবি, বিজেপির নিজের মধ্যেই দ্বন্দ্ব তৈরি হয়েছে। তার জেরেই এই সব পোস্টার পড়ছে রাস্তায়।
কয়েকদিন আগে রাজ্য সাধারণ সম্পাদক (সংগঠন) পদ থেকে অমিতাভ চক্রবর্তীকে সরানোর দাবিতে পোস্টার পড়ে রাস্তায়। সেখা লেখা হয়, অমিতাভ চক্রবর্তী একজন গরু পাচারকারী। অবিলম্বে তাঁকে রাজ্য সাধারণ সম্পাদক (সংগঠন) পদ থেকে অপসারণ করার দাবি ওঠে। প্রথমে লোকাল ট্রেনে ও পরে সেই অমিতাভ চক্রবর্তীকে সরানোর দাবিতে পোস্টার পড়ে খাস বিজেপির রাজ্য দফতরের সামনে। বিষয়টা চোখে পড়তেই খুলে ফেলা হয় সে সব পোস্টার। তবে এই ধরনের পোস্টার যে গেরুয়া শিবিরে অস্বস্তি বাড়াচ্ছে, তা স্পষ্ট।
আরও পড়ুন : Suvendu Adhikari: ‘দিল্লি এইমসে নিয়ে যাওয়া হোক অনুব্রতকে’, পরামর্শ দিলেন শুভেন্দু
আরও পড়ুন : Sougata Roy: ‘ইন্ডিয়া গেট থেকে হলোগ্রাম ভ্যানিশ, উধাও বিজেপির নেতাজি-প্রেমও’