River Erosion: ফুঁসে উঠেছে ভাগীরথী, নদী ভাঙনে প্রমাদ গুনছেন কালনার বাসিন্দারা

kalna: স্থানীয় বাসিন্দারা জানান, সোমবার সকালে জাপট ফেরিঘাট থেকে কিছুটা দূরে নদীর ধারে সামান্য ফাটল দেখা গিয়েছিল। কিন্তু তা যে বড় বিপদের ইঙ্গিত, তখনও বোঝেননি স্থানীয় বাসিন্দারা। সোমবার সন্ধ্যার পর হঠাৎই প্রায় ১ কিলোমিটার অবধি ফাটল নজরে আসে।

River Erosion: ফুঁসে উঠেছে ভাগীরথী, নদী ভাঙনে প্রমাদ গুনছেন কালনার বাসিন্দারা
নদীভাঙনে বাড়ছে উদ্বেগ।Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Mar 19, 2024 | 10:56 AM

কালনা: ভাগীরথীর পাড়ে বড়সড় ফাটল। ধসে পড়ছে মাটির স্তর। রাতভর উদ্বেগে দু’চোখের পাতা এক করতে পারেনি কালনা শহরের ১০ নম্বর ওয়ার্ডের জাপট এলাকার বাসিন্দারা। রাতেই খবর পেয়ে ছুটে আসেন কালনা থানার পুলিশ, আসেন পুর প্রতিনিধিরা, কালনার মহকুমাশাসক। মঙ্গলবার সকাল হতেই দেখা যায় নদীর ধারের বহু অংশ নদীগর্ভে তলিয়ে গিয়েছে। ফাটল বহু বাড়ির গা ঘেঁষে। প্রশাসনের তরফে বাঁশের ব্যারিকেড করে দেওয়া হয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, সোমবার সকালে জাপট ফেরিঘাট থেকে কিছুটা দূরে নদীর ধারে সামান্য ফাটল দেখা গিয়েছিল। কিন্তু তা যে বড় বিপদের ইঙ্গিত, তখনও বোঝেননি স্থানীয় বাসিন্দারা। সোমবার সন্ধ্যার পর হঠাৎই প্রায় ১ কিলোমিটার অবধি ফাটল নজরে আসে।

স্থানীয় বাসিন্দা সমীর পাল বলেন, “গতকাল রাত থেকে আজ আরও খারাপ পরিস্থিতি। নদীর ধারে ঘর আমাদের। যেভাবে ভাঙন শুরু হয়েছে তাতে আমাদের কপাল না ভেঙে যায়। ভয় পাচ্ছি।” সকালে এলাকার কাউন্সিলরও আসেন। মহকুমাশাসক শুভম আগরওয়াল সোমবার রাতেই জানান, কয়েক ঘণ্টার মধ্যে বেশ কিছু অংশে ভাঙন হয়েছে। সিভিল ডিফেন্স টিম ছিল রাতভর। বিপর্যয় ঠেকাতে কালনা পুরসভাও ব্যবস্থা নিচ্ছে।