Burdwan Child Death: চোখের তলায় কালশিটে, নাক দিয়ে রক্ত… ছোট্ট শিশুর হাড়হিম করা পরিণতি বর্ধমানে
Burdwan: পুলিশ এসে শিশুটিকে উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যায়। কিন্তু সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত বলে ঘোষণা করে।
বর্ধমান: রবিবাসরীয় সকালে হাড় হিম করা কাণ্ড বর্ধমানে (Burdwan)। বর্ধমানের আলুডাঙায় উদ্ধার এক ছোট্ট শিশুর দেহ। গায়ে সোয়েটার, মাথায় গোলাপী রঙের টুপি জড়ানো অবস্থায় দুটি বাড়ির মাঝে সরু গলির মধ্যে ওই শিশুটিকে পড়ে থাকতে দেখেন এলাকাবাসীরা। গায়ে একটি রঙিন কম্বলও জড়ানো ছিল। ধবধবে ফর্সা ওই ছোট্ট শিশুটির চোখের তলায় কালশিটে দাগ। নাক দিয়ে নাকি রক্তও বেরিয়েছে বলে দাবি স্থানীয় বাসিন্দাদের। বিষয়টি জানাজানি হতেও শোরগোল পড়ে যায় আলুডাঙ্গার অরভিলপল্লী এলাকায়। স্থানীয় বাসিন্দারাই খবর দেন বর্ধমান থানায়। পুলিশ এসে শিশুটিকে উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যায়। কিন্তু সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত বলে ঘোষণা করে।
ওই শিশুটির নাম-পরিচয় এখনও জানা যায়নি। কে বা কারা এই কাণ্ড করেছে, তাও এখনও স্পষ্ট নয়। স্থানীয় বাসিন্দারা বলছেন, শিশুটি ওই এলাকার নয়। এই নারকীয় ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন এলাকাবাসীরা। চোখের তলায় দাগ দেখে স্থানীয়দের সন্দেহ, শিশুটির উপর অত্যাচার করে তাকে মেরে ফেলা হয়েছে। তারপর রাতের অন্ধকারে ওই এলাকায় ফেলে রেখে যাওয়া হয়েছে। প্রথমত শীতের রাত, এলাকার সবাই তাড়াতাড়িই বাড়িতে ঢুকে পড়েন। একুট রাত বাড়লেই এলাকা নিঝুম হয়ে যায়। স্থানীয় বাসিন্দাদের সন্দেহ, সেই সময়েই কেউ শিশুটিকে দুটি বাড়ির মাঝের ওই ফাঁকা গলিতে ফেলে রেখে গিয়েছে।
স্থানীয় বাসিন্দারা বলছেন, শিশুটি ওই এলাকার নয়। তবে যেভাবে শীতবস্ত্র জড়ানো অবস্থায় তার দেহ পাওয়া গিয়েছে, তাতে ওই শিশুটি কোনও সম্ভ্রান্ত পরিবারের হতে পারে বলে অনুমান করছেন এলাকাবাসীরা। স্থানীয় বাসিন্দাদের সন্দেহ, অন্য কোনও জায়গা থেকে এই নৃশংস কাজ করে রাতের অন্ধকারে এই এলাকায় কেউ বা কারা দেহটি ফেলে দিয়ে গিয়েছে। পুলিশ ইতিমধ্যেই দেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট প্রকাশ্যে এলেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এই ঘটনায় দোষীদের অবিলম্বে খুঁজে বের করে শাস্তি দেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসীরা।