Durgapur: বাসের মধ্যে কী এইসব? চিরুনি তল্লাশি চালাতেই মাথায় হাত বন দফতরের
Durgapur: বনদফতর সূত্রে খবর, প্রায় ২০০ পাহাড়ি ময়না ও পাহাড়ি চন্দনা ও একাধিক বিরল প্রজাতির টিয়া বাজেয়াপ্ত করা হয়। বাজেয়াপ্ত করা হয় বাসটিও। জানা যাচ্ছে, ঝাড়খণ্ডের বোকারো থেকে কলকাতা রুটের বাস ছিল। জানা যায় পাখিগুলি বর্ধমান বাসস্ট্যান্ডে নামানোর কথা ছিল।

দুর্গাপুর: বন বিভাগের কাছে আগেই খবর ছিল। সেই মতো বন দফতরের কর্তারা যাত্রীবাহী বাস থামিয়ে উঠলেন। কার্যত চিরুনি তল্লাশি চালালেন তাঁরা। তারপর ভিতরে খোঁজাখুঁজি করতেই উদ্ধার হল পাহাড়ি ময়না, পাহাড়ি চন্দনা ও বিরল প্রজাতির টিয়া। গ্রেফতার বাসের চালক। খালাসি ও দুই পাচারকারী।
বর্ধমান বন বিভাগ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সন্ধে নাগাদ বন বিভাগের কাছে খবর যায় যে, একটি বাসে করে কাঁকসার বাঁশকোপা টোল প্লাজা হয়ে এই পাখিগুলি বেআইনি উপায়ে পাচার হচ্ছে। গোপন সূত্রে খবর পেয়ে দুর্গাপুর বনাঞ্চল হানা দেয়। বাসের ভেতর ঢুকে চলে দেদার তল্লাশি। ব্য়াস তারপরই বেশ কয়েকটি খাঁচা থেকে উদ্ধার করা হয়।
বনদফতর সূত্রে খবর, প্রায় ২০০ পাহাড়ি ময়না ও পাহাড়ি চন্দনা ও একাধিক বিরল প্রজাতির টিয়া বাজেয়াপ্ত করা হয়। বাজেয়াপ্ত করা হয় বাসটিও। জানা যাচ্ছে, ঝাড়খণ্ডের বোকারো থেকে কলকাতা রুটের বাস ছিল। জানা যায় পাখিগুলি বর্ধমান বাসস্ট্যান্ডে নামানোর কথা ছিল। তারপর সেখান থেকে নাদনঘাটে পাচারের কথা ছিল। গ্রেফতার করা হয় দুই পাচারকারী। সঙ্গে গ্রেফতার করা হয়েছে বাসের চালক এবং খালাসিকে।





