Marijuana: গাড়িতে ৩ যুবক, ছিলেন এক মহিলাও! পালসিটে পুলিশ ধরতেই বড় পর্দা ফাঁস!

Burdwan: পুলিশের পাওয়া খবরের ভিত্তিতে শুরু হয় তল্লাশি। গাড়িটিকে মেমারির পালসিট টোলপ্লাজায় এনে গাড়িটিতে তল্লাশি চালান হয়। গাড়িতে থাকা তিনজন পুরুষ ও একজন মাঝ বয়সি মহিলাকে পুলিশ জিজ্ঞাসাবাদ করলে তাঁদের কথার মধ্যে অসঙ্গতি ধরা পড়ে। 

Marijuana: গাড়িতে ৩ যুবক, ছিলেন এক মহিলাও! পালসিটে পুলিশ ধরতেই বড় পর্দা ফাঁস!
মেমারিতে গাঁজা উদ্ধার। Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Aug 12, 2024 | 12:17 AM

পূর্ব বর্ধমান:  একেবারে গাঁজা পাচারের চক্রকে হাতেনাতে ধরল পুলিশ। ওড়িশা থেকে বীরভূম নিয়ে গাঁজা নিয়ে যাওয়া হচ্ছিল বলে অভিযোগ। পালসিট টোলপ্লাজা থেকে উদ্ধার করা হয় ৫০ কেজি গাঁজা। বস্তায় ভরা ছিল তা। এই ঘটনায় চারজনকে গ্রেফতারও করেছে পুলিশ। রয়েছেন একজন মহিলা। ধৃতদের আদালতে তোলা হয়েছে। জানা গিয়েছে, শনিবার গভীর রাতে খবর পায় পুলিশ। এরপরই মেমারির পালসিট টোলপ্লাজায় অভিযান চালায় পুলিশ। একটি চার চাকার গাড়ি আটকায়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওড়িশা থেকে ১৯ নম্বর জাতীয় সড়ক ধরে গাড়িটি বীরভূমের দিকে যাচ্ছিল। তাতেই বিপুল পরিমাণে গাঁজা ছিল। পুলিশের কাছেও খবর ছিল। পালসিট টোলপ্লাজা আগে থেকেই নিয়ন্ত্রণ নেয় মেমারি থানার পুলিশ। ঘটনাস্থলে চলে আসেন পুলিশকর্তারা।

পুলিশের পাওয়া খবরের ভিত্তিতে শুরু হয় তল্লাশি। গাড়িটিকে মেমারির পালসিট টোলপ্লাজায় এনে গাড়িটিতে তল্লাশি চালান হয়। গাড়িতে থাকা তিনজন পুরুষ ও একজন মাঝ বয়সি মহিলাকে পুলিশ জিজ্ঞাসাবাদ করলে তাঁদের কথার মধ্যে অসঙ্গতি ধরা পড়ে।

এরপরই গাড়ির ডিকিতে তল্লাশি করা হয়। ডিকি খুলতেই উদ্ধার হয় বস্তাবন্দি ৫০ কেজি গাঁজা। জানা গিয়েছে, গাঁজার আনুমানিক বাজার মূল্য দেড় থেকে দু’ লক্ষ টাকা। গ্রেফতার করা হয় চারজনকে। গাড়িটিও বাজেয়াপ্ত করা হয়েছে। রবিবার বর্ধমান জেলা আদালতে তোলা হয় ধৃতদের।