TMC Clash: TMC নেতার বিরুদ্ধে রাস্তায় নামল তৃণমূলই

TMC Clash: শনিবার সন্ধ্যায় পূর্ব বর্ধমানের জামালপুরে মেমারি তারকেশ্বর রোডের চকদীঘি মোড় অবরুদ্ধ হয়।

TMC Clash: TMC নেতার বিরুদ্ধে রাস্তায় নামল তৃণমূলই
তৃণমূলের বিক্ষোভ (নিজস্ব চিত্র)
Follow Us:
| Edited By: | Updated on: Oct 23, 2022 | 10:39 AM

পূর্ব বর্ধমান: শাসক দলের গোষ্ঠী কোন্দল এবার রাস্তায়। তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতির অপসারণের দাবিতে রাস্তা অবরোধে সামিল হলেন বিক্ষুব্ধ কংগ্রেস কর্মী সমর্থকরা।

শনিবার সন্ধ্যায় পূর্ব বর্ধমানের জামালপুরে মেমারি তারকেশ্বর রোডের চকদীঘি মোড় অবরুদ্ধ হয়। শীর্ষ নেতৃত্বের নির্দেশে জামালপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি হিসেবে পুনরায় মনোনীত হয়েছেন মেহমুদ খান। আর তারপরই গোলমাল বেঁধেছে জামালপুরে। বিক্ষুদ্ধ নেতা কর্মীরা মেহমুদ খানকে ব্লক সভাপতি হিসেবে মেনে নিতে অস্বীকার করছেন। তাঁদের দাবি অবিলম্বে ব্লক সভাপতি পরিবর্তন করতে হবে। এই দাবিতে সন্ধ্যায় মেমারি তারকেশ্বর রোডে অবরোধ সামিল হয় তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের একাংশ।

এই বিষয়ে চকদীঘি পঞ্চায়েতের প্রধান গৌড় সুন্দর মণ্ডল বলেন, ‘এখানে এক ব্যক্তি এক পদ হয়নি। মেহমুদ খান জামালপুর পঞ্চায়েত সমিতির সভাপতি আবার ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি। আমরা এটা মানব না। দলের শীর্ষ নেতৃত্ব জানিয়ে দিক আমরা কী করবো। না হলে আমরা ধর্নায় বসে যাব।’ তিনি আরও বলেন, ‘একটা অযোগ্য সভাপতি। উনি ব্ল্যাকমেল করে প্রথম সভাপতি হয়েছিলেন। বিধানসভা নির্বাচনের পর আমরা আশা করেছিলাম এই সভাপতিকে প়ঞ্চায়েত ভোটের আগে বদলে ফেলা হবে। কিন্তু দলের কাছ থেকে পেলাম না। প্রতিটি জেলায় ভাল ভাবমূর্তির সভাপতি এসেছেন। কিন্তু আমাদের এখানে আসেননি।’ যদিও যার বিরুদ্ধে অভিযোগ সেই মেহমুদ খানের কোনও প্রতিক্রিয়া মেলেনি।