Life imprisonment: আমৃত্যু কারাদণ্ড, ৬ মাসের শিশুকে যৌন নির্যাতনে শাস্তি ঘোষণা আদালতের

Life imprisonment: এক শিশু কন্যাকে বাড়িতে একা রেখে পুকুরে বাসন ধুতে যান তাঁর মা। সেই সুযোগে ওই বৃদ্ধ বাড়িতে ঢুকেছিলেন।

Life imprisonment: আমৃত্যু কারাদণ্ড, ৬ মাসের শিশুকে যৌন নির্যাতনে শাস্তি ঘোষণা আদালতের
বৃদ্ধের কারাদণ্ড
Follow Us:
| Edited By: | Updated on: Dec 13, 2022 | 7:10 PM

কালনা: এক ব্যতিক্রমী ঘটনায় শাস্তি স্বরূপ আমৃত্যু কারাদণ্ডের রায় দিল কালনা আদালত। মাত্র ৬ মাসের এক শিশু কন্যাকে যৌন নির্যাতন করার অভিযোগ উঠেছিল ওই বৃদ্ধের বিরুদ্ধে। সেই মামলায় মঙ্গলবার আজীবন কারাদণ্ডের শাস্তি দিয়েছে আদালত। কালনা বিশেষ জেলা ও দায়রা আদালতের বিচারক সুধীর কুমার এই রায় দেন। সেই সঙ্গে ৩০ হাজার টাকার জরিমানা ধার্য করা হয়েছে। যেহেতু কারাদণ্ড আমৃত্যু, তাই জরিমানা না দিলে শাস্তি বাড়ানোর কথা কথা বলা হয়নি।

কালনা থানার নান্দাই বাগানপাড়ার ঘটনাকে কেন্দ্র করেই মামলার সূত্রপাত। ২০১৯-এর ৩০ জুলাই ওই ঘটনা ঘটে। অভিযোগ ছিল, এক শিশু কন্যাকে বাড়িতে একা রেখে পুকুরে বাসন ধুতে যান তাঁর মা। সেই সুযোগে ওই বৃদ্ধ বাড়িতে ঢুকে শিশু কন্যার ওপর যৌন নির্যাতন চালায় বলে দাবি করেছিলেন শিশুর মা। ঘটনাটি দেখে ফেলেছিলেন তিনি। কালনা থানায় অভিযোগ দায়ের হলে অভিযুক্ত বৃদ্ধের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪৪৮/৩৭৬ এ-বি এবং পকসো আইনে মামলা হয়।

অভিযুক্ত বৃদ্ধকে গ্রেফতার করার পর জেল হেফাজতে ছিলেন তিনি। ২ বছর ধরে চলছিল সেই মামলার শুনানি। পুলিশ অফিসার, চিকিৎসক সহ মোট ১৫ জনের সাক্ষ্য নেওয়া হয় এই মামলায়। গত সোমবার বিচারক ওই বৃদ্ধকে দোষী সাব্যস্ত করেন। মঙ্গলবার বিচারক তাঁর সাজা ঘোষণা করলেন।

এই মামলার সরকারি আইনজীবী মলয় পাঁজা জানিয়েছেন, জরিমানার টাকা দেওয়া হবে শিশুর মা-কে। তিনি বলেন, ‘এই ব্যক্তির এই কঠিন সাজা সমাজে ভাল প্রভাব ফেলবে। শিশুদের ওপর অত্যাচারের ঘটনা কমবে।’