ketugram: ‘পড়ুয়াদের পাতে পড়ছে না ডিম’, চোখে জল এল মিড ডে মিলের সহায়িকাও

Ketugram: কেতুগ্রামের সীতাহাটি গ্রামপঞ্চায়েতের শাঁখাই গ্রামের ১৩৮ নম্বর এবং ২৯ নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ঘটনা। দু সপ্তাহ ধরে পাতে ডিম পড়ছে না এই অভিযোগে  অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শিক্ষিকাকে ঘিরে বিক্ষোভ দেখান অভিভাবকরা। 

ketugram: 'পড়ুয়াদের পাতে পড়ছে না ডিম', চোখে জল এল মিড ডে মিলের সহায়িকাও
মিড ডে মিলের পাতে পড়ছে না ডিমImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Jan 27, 2024 | 2:20 PM

কেতুগ্রাম: অঙ্গনওয়াড়ি কেন্দ্রে গত ২ সপ্তাহ ধরে ডিম দেওয়া হচ্ছে না। দেওয়া হয় না সবজিও। এমনকি  রান্নার মানও খারাপ। এই সমস্ত অভিযোগ তুলে কেতুগ্রাম ২ নম্বর ব্লকের এনায়েতপুর শিশু শিক্ষা কেন্দ্রে বিক্ষোভ অভিভাবক ও প্রসূতি মায়েদের।কেন্দ্রের সহায়িকা ও কর্মীরা স্বীকার করে নেন। তাঁর বক্তব্য, ডিমের বর্ধিত দাম সরকার না দেওয়ায় ডিম বন্ধ রাখা হয়েছে। বলতে গিয়ে কেঁদেও ফেলেন তিনি।  চোখের জল মুছতে মুছতে সহায়িকা বলেন, “সমস্ত চাপ আমাদের ওপর। সুপারভাইজারের সাফাই অঙ্গনওয়াড়ি কর্মীরা সকলে মিলে অফিসারকে ডেপুটেশন দিয়েছিলেন। কিন্তু ডিম বন্ধের কোন সিদ্ধান্ত অফিস থেকে জানানো হয়নি।”

কেতুগ্রামের সীতাহাটি গ্রামপঞ্চায়েতের শাঁখাই গ্রামের ১৩৮ নম্বর এবং ২৯ নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ঘটনা। দু সপ্তাহ ধরে পাতে ডিম পড়ছে না এই অভিযোগে  অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শিক্ষিকাকে ঘিরে বিক্ষোভ দেখান অভিভাবকরা।  ডিমের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণে সরকারি বরাদ্দ টাকা না পাওয়ায় অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শিক্ষিকারা নিজ সিদ্ধান্তে শিশু থেকে প্রসূতি মায়েদের পাতে ডিম দেওয়া বন্ধ রেখেছিল। এই ঘটনায় সুপারভাইজার বলেন, “বিষয়টা আমি দেখেছি। আমার কানে এসেছে। যাতে এই ঘটনা আর দ্বিতীয়বার না ঘটে সে বিষয়ে নজর রাখছি।”