Purba Bardhaman: সরকারি প্রকল্পের পাইপ চুরির কিস্সা! এখানেও রয়েছে এক শাহজাহানের অবদান
Katwa Theft Case: কাটোয়ার কড়ুই গ্রামে সজল ধারা প্রকল্পের আওতায় পাইপ লাইন বসানোর কাজ চলছিল। কিন্তু সম্প্রতি, রাতের অন্ধকারে কেউ বা কারা সেই পাইপ চুরি করে নিয়ে গিয়েছিল বলে অভিযোগ। সেই নিয়ে অভিযোগ জমা পড়েছিল কাটোয়া থানায়। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ।
কাটোয়া: এ যেন একেবারে সর্ষের মধ্যেই ভূত! সজল ধারা প্রকল্পের পাইপ চুরির ঘটনায় এবার চাঞ্চল্যকর মোড়! দিনে পাইপ বসিয়ে, রাতের অন্ধকারে সেই পাইপ চুরির অভিযোগ। আর এই গোটা ঘটনায় মূল পাণ্ডা হিসেবে উঠে এল খোদ ঠিকাদারের নামই। রাতের অন্ধকারে পাইপ তুলে নিয়ে গিয়ে অন্যত্র বিক্রি করে দেওয়ার অভিযোগ। ঘটনায় ইতিমধ্যেই ওই ঠিকাদার-সহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের কাটোয়া থানা এলাকায়। চুরি যাওয়া পাইপও উদ্ধার করেছে পুলিশ, যার বাজারমূল্য প্রায় সাড়ে চার লাখ টাকা।
কাটোয়ার কড়ুই গ্রামে সজল ধারা প্রকল্পের আওতায় পাইপ লাইন বসানোর কাজ চলছিল। কিন্তু সম্প্রতি, রাতের অন্ধকারে কেউ বা কারা সেই পাইপ চুরি করে নিয়ে গিয়েছিল বলে অভিযোগ। সেই নিয়ে অভিযোগ জমা পড়েছিল কাটোয়া থানায়। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে একটি গাড়ি শনাক্ত করে পুলিশ। দেখা যায় গাড়ির মালিক মুর্শিদাবাদের ইসলামপুরের বাসিন্দা শাহজাহান শেখ। সেখানে অভিযান চালিয়ে শাহজাহানের গাড়ি বাজেয়াপ্ত করে পুলিশ, কিন্তু শাহজাহান পালিয়ে গিয়েছিল।
পরবর্তীতে শাহজাহানের স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে, ওই গাড়ির চালক ছিল আলমগীর শাহ নামে এক ব্যক্তি। সেই মতো ডোমকলে হানা দিয়ে আলমগীর ও শাহজাহান দু’জনকেই গ্রেফতার করে পুলিশ। ধৃতদের জেরা করতেই বেরিয়ে আসে আরও চাঞ্চল্যকর তথ্য। পুলিশ জানতে পারে, এই গোটা চুরির ঘটনায় মূল পান্ডা হল সেলিম শেখ। এই ব্যক্তি একজন ঠিকাদার। বাড়ি মুর্শিদাবাদের রানিতলা থানা এলাকায়। সেই তথ্যের ভিত্তিতে ২৩ তারিখ এক অভিযানে সেলিমকেও গ্রেফতার করে পুলিশ। এরপর তিনজনকে বসিয়ে জেরা করে পুলিশ জানতে পারে, চুরি করা পাইপ হাওড়ার জগাছা থানা এলাকায় একটি ওয়ার্কশপে বিক্রি করে দিয়েছিল। সেই মতো পুলিশ ওই ওয়ার্কশপে হানা দিয়ে চুরি হওয়া পাইপ উদ্ধার করে। যার আনুমানিক মূল্য প্রায় সাড়ে চার লাখ টাকা।