Duare Sarkar: এত ‘দুয়ার’ খুলে গিয়েছে কেউ দাঁড়াচ্ছেন না ‘দুয়ারে সরকার’ লাইনে! গ্রেফতার এক

Duare Sarkar: সম্প্রতি মঙ্গলকোটের বিডিও জগদীশ চন্দ্র বারুইয়ের কাছে বিষয়টি নিয়ে অভিযোগ আসে। তা খতিয়ে দেখে সত্যতা খুঁজে পান তিনি।

Duare Sarkar: এত ‘দুয়ার’ খুলে গিয়েছে কেউ দাঁড়াচ্ছেন না ‘দুয়ারে সরকার' লাইনে! গ্রেফতার এক
গ্রেফতার হওয়া ব্যক্তি (নিজস্ব ছবি)
Follow Us:
| Edited By: | Updated on: Nov 08, 2022 | 5:44 PM

পূর্ব বর্ধমান: দুয়ারে ‘সরকার’। কিন্তু পরিষেবার জন্য আবেদনের ফর্ম চাই আরও দুয়ারে। তাই গ্রামজুড়ে দোকানে দোকানে বিক্রি হচ্ছে আবেদনের ফর্ম। মাত্র দশ টাকা খরচ করলেই লাইনে দাঁড়ানো থেকে মুক্তি। এক্কেবারে ‘দু-য়া-রে’ মিলছে ফর্ম। মঙ্গলকোটের ভাল্যগ্রাম গ্রাম পঞ্চায়েতের পিন্ডিরা এলাকায় এমন রোগে কপালে ভাঁজ প্রশাসনের। সম্প্রতি হাতেনাতে পুলিশের হাতে ধরাও পড়েছে এক মুদি দোকানের ব্যবসায়ী।

সম্প্রতি মঙ্গলকোটের বিডিও জগদীশ চন্দ্র বারুইয়ের কাছে বিষয়টি নিয়ে অভিযোগ আসে। তা খতিয়ে দেখে সত্যতা খুঁজে পান তিনি। জানতে পারেন, পিন্ডিরা গ্রামের এক মুদি দোকানের মালিক ১০ টাকার বিনিময়ে দুয়ারে সরকারের ফর্ম বিক্রি করছেন। সঙ্গে পুলিশকে তিনি জানান গোটা অভিযোগটি। সেইমত মঙ্গলকোট থানার পুলিশ গ্রেপ্তার করে সুফি মুহাম্মদ আয়ুব নামে ওই দোকানদারকে। মঙ্গলবার তাকে পেশ করা হয় কাটোয়া মহকুমা আদালতে।

বিডিও বলেন, আমি খবর পেয়েছি। এবং আমি ওকে গ্রেফতারের নির্দেশ দিয়েছি। তবে গ্রামবাসীদের বক্তব্য, শুধুমাত্র আইয়ুব নয়, এলাকার বহু দোকানে দশ টাকার বিনিময়ে মিলছে দুয়ারে সরকারের বিভিন্ন ফর্ম। তবে সরকারের ক্যাম্পে ফর্ম না মেলায় বাধ্য হয়ে তারা কিনছেন বলে দাবি। এদিকে, এক দোকানদারের বক্তব্য, সরকারের ক্যাম্পে ফর্ম না পেয়ে মানুষ তার কাছে চাইতে আসছেন বলেই তিনি বিক্রি করছেন। প্রশ্ন করা উচিত সরকারকে, কেন তাদের এলাকায় দুয়ারে সরকার ফর্ম মিলছে না। এখান থেকে ফর্ম পাওয়া যাচ্ছে বলেই কাজ হচ্ছে না হলে দুয়ারে সরকারের কোনও কাজ হতো না।