Hooch: চোলাই মদের সন্ধান পেতে উড়ল ড্রোন, বড়সড় অভিযান বর্ধমানে
Purba Bardhaman: সব মিলিয়ে মোট ৬ হাজার ৫৪০ লিটার চোলাই তৈরির তরল উপকরণ উদ্ধার হয় সোমবারের যৌথ অভিযানে। এর পাশাপাশি অভিযান চালানো হয় বেশ কিছু সন্দেহজনক বাড়িতেও।
বর্ধমান: চোলাই মদের (Hooch) ঠেক বন্ধ করতে কড়া নজরদারি চালিয়ে যাচ্ছে পুলিশ প্রশাসন। অবিরাম নজরদারি চালায় পুলিশ। সোমবার তেমনই এক বড়সড় অভিযান চালাল পূর্ব বর্ধমান (Purba Bardhaman) জেলার আবগারি দফতর এবং বর্ধমান থানার পুলিশ। ড্রোন উড়িয়ে চলল চোলাইয়ের বিরুদ্ধে অভিযান। সোমবার সকাল থেকেই বর্ধমানের বিজয়রামের কুড়েপাড়া, আদিবাসী পাড়া সহ বিভিন্ন জায়গায় যৌথ অভিযান চালায় পুলিশ ও আবগারি দফতর। এদিন শুরুতেই এইসব জায়গায় ঘিরে ফেলেন পুলিশ ও আবগারি দফতরের কর্মীরা। অভিযান চালানো হল এলাকার পুকুরগুলিতে। সেই রকমই একটি পুকুর থেকে কচুরিপানার ভিড় সরিয়ে উদ্ধার হয় প্রচুর সংখ্যক জার। আর তাতেই পাওয়া যায় প্রচুর পরিমাণে চোলাই তৈরির উপকরণ।
সব মিলিয়ে মোট ৬ হাজার ৫৪০ লিটার চোলাই তৈরির তরল উপকরণ উদ্ধার হয় সোমবারের যৌথ অভিযানে। এর পাশাপাশি অভিযান চালানো হয় বেশ কিছু সন্দেহজনক বাড়িতেও। পুলিশ ও আবগারি দফতরের কাছে গোপন সূত্র মারফত আগে থেকেই খবর ছিল। সেই তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে সোমবার বেশ কয়েকটি বাড়ি থেকে পাওয়া যায় জার ভর্তি চোলাই মদ। সব মিলিয়ে ৭০ লিটার চোলাই উদ্ধার হয়েছে। পাশাপাশি চোলাই তৈরির সরঞ্জাম ও কিছু পাত্র বাজেয়াপ্ত হয়েছে বলে জানা গিয়েছে।
চোলাইয়ের বিরুদ্ধে পুলিশ ও আবগারি দফতরের এই যৌথ অভিযান ঘিরে সোমবার সকাল থেকে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। শোরগোল পড়ে যায় স্থানীয় বাসিন্দাদের মধ্যেও। ড্রোন উড়িয়ে চোলাইয়ের বিরুদ্ধে অভিযান চলে। কচুরিপানায় ঢাকা জলাশয়ের উপর দিয়ে ওড়ানো হয় ড্রোন ক্যামেরা। আর সেই ক্যামেরা দিয়ে জলাশয়ের মধ্যে কোথাও কিছু লুকানো আছে কি না, তা খোঁজার চেষ্টা করেন পুলিশকর্মী। এইভাবেই আসে সাফল্য। যদিও এই অভিযানে কেউ গ্রেফতার হয়নি। তবে আগামী দিনেও একই রকম ভাবে অভিযান চলবে বলে জানা গিয়েছে।