Soap in Rice: ভাতের হাঁড়িতে ফুটছে সাবান! নামকরা বিশ্ববিদ্যালয়ের হস্টেলে ভয়াবহ অবস্থা

Burdwan University: রবিবার সকালে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অরবিন্দ হোষ্টেলে রান্না করার সময় ভাতে প্রচুর পরিমানে ফেনা দেখা যাচ্ছিল। ভাত ছাঁকার সময় ছাত্রদের নজরে আসতেই বিষয়টি তারা রাঁধুনিকে জানান। ছাত্রদের অভিযোগ, রাঁধুনি সব দেখার পরও ফের ভাত রান্না না করেই চলে যান। কিন্তু হোষ্টেলের ১১০ জন ছাত্র কী খাবে, তার কোনও ব্যবস্থা কেউ করেনি বলে অভিযোগ।

Soap in Rice: ভাতের হাঁড়িতে ফুটছে সাবান! নামকরা বিশ্ববিদ্যালয়ের হস্টেলে ভয়াবহ অবস্থা
ভাতের মধ্যে সাবানImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Feb 05, 2024 | 9:48 AM

বর্ধমান: বিশ্ববিদ্যালয়ের হস্টেলে আবাসিকদের জন্য হয়েছে রান্না। ভাতও বসানো হয়েছে। কিন্তু ভাতের হাড়িতে ভর্তি ভর্তি ফেনা। সেই ভাত ছাঁকতে গিয়ে দেখা গেল, ভাতের সঙ্গে সিদ্ধ হয়েছে সাবান। রবিবার দুপুরে এই ঘটনা ঘটেছে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অরবিন্দ হস্টেলে। ঘটনা ঘিরে ব্যাপক ক্ষুব্ধ ওই হস্টেলের আবাসিকরা। ভাতের হাড়িতে সাবান দেখার পরও রাঁধুনি ফের ভাত রান্না না করেই চলে গিয়েছেন বলে অভিযোগ। এর পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ হস্টেলে এলে বিক্ষোভে ফেটে পড়েন পড়ুয়ারা।

রবিবার সকালে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অরবিন্দ হোষ্টেলে রান্না করার সময় ভাতে প্রচুর পরিমানে ফেনা দেখা যাচ্ছিল। ভাত ছাঁকার সময় ছাত্রদের নজরে আসতেই বিষয়টি তারা রাঁধুনিকে জানান। ছাত্রদের অভিযোগ, রাঁধুনি সব দেখার পরও ফের ভাত রান্না না করেই চলে যান। কিন্তু হোষ্টেলের ১১০ জন ছাত্র কী খাবে, তার কোনও ব্যবস্থা কেউ করেনি বলে অভিযোগ। ছাত্রদের আরও অভিযোগ, রান্নার জন্য একজন রাঁধুনি এবং একজন সাহায্যকারী নির্ধারিত থাকলেও একজনের বেশি আসে না। কে কবে আসবে, তা তাঁরা নিজেরাই ঠিক করে নেয় বলে অভিযোগ। এর জেরে রান্নার মানও খারাপ হয় বলে দাবি ছাত্রদের। বিষয়টি নিয়ে তাঁরা একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েছেন। কিন্তু কোনও লাভ হয়নি বলে অভিযোগ।

রবিবারের এই ঘটনার পর অরবিন্দ হোষ্টেলের প্লেসমেন্ট অফিসার হষ্টেলে আসেন। তখন তাঁকে ঘিরে বিক্ষোভ দেখান ছাত্ররা। প্লেসমেন্ট অফিসার জানান, তিনি বিষয়টি শুনেছেন। বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন। অন্য দিকে রাঁধুনি ভাতে সাবান পড়ার বিষয়টি স্বীকার করে নিয়েছেন। তিনিই বিষয়টি ছাত্রদের জানিয়েছেন বলে দাবিও করেছেন। কিন্তু তার পর রান্না না করেই কেন তিনি চলে গিয়েছেন, সে উত্তর দিতে পারেননি অভিযুক্ত রাঁধুনি।