TET: ‘দ্রুত ফল বের করুক সরকার’ ফের আন্দোলনে সামিল টেট পরীক্ষার্থীরা
Burdwan: তাঁদের অভিযোগ, এই পাঁচ বছরে তাঁরা অসম্ভব মানসিক যন্ত্রণার শিকার হয়েছেন।
পূর্ব বর্ধমান: রাজ্যে এতদিন ধরে টেট (TET)পরীক্ষার ফল প্রকাশ নিয়ে কম জলঘোলা হয়নি। বিষয়টি নিয়ে পরীক্ষার্থীদের মধ্যে কিয়েকদিন ধরে সব কিছু শান্ত থাকলেও ফের ধিকধিক করে জ্বলে উঠল বিক্ষোভের আগুন। মঙ্গলবার বর্ধমান (Burdwan) টাউন হলের (Town Hall) সামনে সামনে বিক্ষোভকারীরা প্রতিবাদে সামিল হন।
ফের কী দাবি তুলছেন বিক্ষোভকারীরা? ২০১৭ সালের টেটের ফল প্রকাশ করে দ্রুত নিয়োগের দাবিতে বিক্ষোভ দেখাছিল টেট পরীক্ষার্থীরা। তাঁদের দাবি, রাজ্যের তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি ২০১৮ সালের কালীপুজোর পর পরীক্ষা ঘোষণা করলেও কোনও এক অজ্ঞাত কারণে তাঁদের পরীক্ষা নেওয়া হয়নি। শেষমেশ ২০২১ সালের ৩১শে জানুয়ারি তাঁদের টেট পরীক্ষা হলেও এখনও পর্যন্ত তার ফলাফল বার করা হয়নি। তাঁদের অভিযোগ, এই পাঁচ বছরে তাঁরা অসম্ভব মানসিক যন্ত্রণার শিকার হয়েছেন। সরকার তাঁদের এই সমস্যার দ্রুত সমাধান করুক। শীর্ঘই তাঁদের ফলাফল বার করে নিয়োগপত্র দিক সরকার।
গতকাল ফলাফল প্রকাশ ও দ্রুত নিয়োগের দাবি নিয়ে তারা বর্ধমান টাউন হল চত্ত্বরে জড়ো হন বিক্ষোভকারীরা। সেখান থেকে মিছিল করে গিয়ে জেলা প্রাথমিক শিক্ষা সংসদ অফিসে ডেপুটেশন দেন। তাঁরা চাইছেন মুখ্যমন্ত্রী সরাসরি হস্তক্ষেপ করুন বিষয়টিতে। এতে সমস্যা না মিটলে তারা নবান্ন (Nabanna) অভিযান করবে বলেও জানিয়েছেন।
গত মাসেই কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) ডেকে পাঠিয়েছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ সভাপতিকে। শিক্ষক নিয়োগের জটিলতা দ্রুত কাটানোর নির্দেশও দেওয়া হয়। এরই মধ্যে চাকরি প্রার্থীদের (TET) জন্য সুখবর শোনায় ওয়েস্ট বেঙ্গল বোর্ড অব প্রাইমারি এডুকেশন। টেট উত্তীর্ণদের একটি তালিকা প্রকাশ করে তাঁদের স্ক্রুটিনি, তথ্য যাচাই ও ভাইভার জন্য ডেকে পাঠানো হয়। এই মর্মে নির্দেশিকা জারি করা হয়।
২০১৪ সালে টেট উত্তীর্ণদের একটি তালিকা তৈরি করে ডেকে পাঠিয়েছে পর্ষদ। এই চাকরি প্রার্থীদের সকলেই অফলাইনে আবেদন জমা করেছিলেন। সেই আবেদনকে মান্যতা দিয়েই স্ক্রুটিনির জন্য ডেকে পাঠানো হয়েছে। আগামী ২৭ অক্টোবর (২৭.১০.২০২১) এই স্ক্রুটিনি, তথ্য যাচাই ও ভাইভা, অ্যাপটিটিউট টেস্ট হবে। বোসপুকুরে কলকাতা প্রাইমারি স্কুল কাউন্সিল, শিক্ষা ভবনে এই পর্ব চলবে। সকাল ১১টা থেকে দুপুর ২টো পর্যন্ত স্ক্রুটিনি হবে।
২০১৪ সালের প্রাথমিক টেট পরীক্ষার প্রশ্নপত্রের ভুলের কারণে যে সমস্ত চাকরিপ্রার্থী আদালতের দ্বারস্থ হয়েছিলেন, এবং পরবর্তীতে হাইকোর্টের নির্দেশে তাদের টেট উত্তীর্ণ ঘোষণা করা হয়, সেই উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের প্রাথমিক শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী সমস্ত নথি যাচাইয়ের জন্য সময় দেওয়া হয়। যদি অনলাইনে অসুবিধা হয় সেক্ষেত্রে ওই মামলাকারী চাকরিপ্রার্থীরা সরাসরি নথি জমা করতে পারবেন বলেও জানানো হয়। অনেকেই অফলাইনে তা জমা দেন।
আরও পড়ুন: COVID Vaccination: টিকা নেওয়ার পরেই আচমকা মাথা ঘুরে পড়ে গেলেন তরুণী!