Panchayat Elections 2023: ভোট প্রচারে গিয়ে খোল বাজালেন সায়নী, তুমুল উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের মধ্যে
Panchayat Elections 2023: সায়নীকে দেখতে এলাকায় রীতিমতো মানুষের ঢল নেমে যায়। নেত্রীকে খোল বাজাতে দেখে তুমুল উচ্ছ্বাস দেখা যায় দলীয় কর্মী সমর্থকদের মধ্যে।
কেতুগ্রাম: হাতে আর মাত্র ১৪টা দিন। তারপরই ৮ জুলাই রাজ্যে এক দফায় হতে চলেছে চলেছে পঞ্চায়েত নির্বাচন। শেষ মুহূর্তের প্রচারে ঝড় তুলছে জেলায় জেলায় ঘুরছেন শাসক থেকে বিরোধী শিবিরের তাবড় তাবড় নেতারা। মেগা প্রচারে নেমেছে শাসক তৃণমূল (Trinamool Congress)। পঞ্চায়েত ভোটের (Panchayat Election 2023) প্রচারে নেমে এবার থোল বাজালেন অভিনেত্রী তথা যুব তৃণমূলের রাজ্য সভানেত্রী সায়নী ঘোষ (Sayoni Ghosh)। চলল কীর্তন। এদিন কেতুগ্রামে দলীয় প্রার্থীদের সমর্থনে ভোট প্রচারে এসেছিলেন সায়নী। সেখানেই খোলের তালে কোমর দোলাতে দেখা যায় তাঁকে। কিছু সময় পর হাসি মুখে নিজেই খোল বাজাতে শুরু করেন।
সায়নীকে দেখতে এলাকায় রীতিমতো মানুষের ঢল নেমে যায়। নেত্রীকে খোল বাজাতে দেখে তুমুল উচ্ছ্বাস দেখা যায় দলীয় কর্মী সমর্থকদের মধ্যে। এদিন কেতুগ্রামে সভামঞ্চে যাওয়ার আগে কাছের একটি মন্দিরেও যান সায়নী। সেখানেই দেখা হয় এক খোল বাদকের সঙ্গে। তাঁর থেকে খোল নিয়ে শুরু করে দেন বাজাতে। এদিনে কর্মসূচিতে সায়নী ঘোষের সঙ্গে ছিলেন কেতুগ্রামের বিধায়ক শেখ শাহনেওয়াজ সহ এলাকার অনেক বড় তৃণমূল নেতা। তাঁদের স্পষ্ট দাবি, এই প্রচারে ভোটের আগে অনেকটাই অক্সিজেন পাবেন এলাকার কর্মী-সমর্থকেরা। এমনকী জয়ের বিষয়েও তাঁরা একশো শতাংশ নিশ্চিত। বিরোধীরা প্রার্থী দিলেও ছাপ ফেলতে পারবে না। এমনই মত ঘাসফুল শিবিরের নেতাদের।
প্রসঙ্গত, পঞ্চায়েত ভোট উপলক্ষে গত বৃহস্পতিবার থেকেই মেগা প্রচারে নেমেছেন তৃণমূলের ৫৮ নেতা। নবজোয়ারের ধাঁচেই জেলায় জেলায় চলছে জনসংযোগ। অন্যদিকে শুধু গ্রামীণ এলাকা নয়। শহরেও চলছে প্রচরাভিযান। প্রচার করা হচ্ছে হাওড়া-শিয়ালদার মতো স্টেশনগুলিতে।