Panchayat Elections 2023: লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেতে তৃণমূলকে জেতান, দেওয়াল লিখন ঘিরে বিতর্ক

Panchayat Elections 2023: বস্তুত, ১৬ জুন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কাকদ্বীপের সভা থেকে জনগণের উদ্দেশে বলেন,"তৃণমূল কংগ্রেসকে জেতান,না তো লক্ষ্মীর ভাণ্ডার কে দেবে আপনাকে?"

Panchayat Elections 2023: লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেতে তৃণমূলকে জেতান, দেওয়াল লিখন ঘিরে বিতর্ক
এই দেওয়াল লিখন ঘিরে বিতর্কImage Credit source: Tv9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Jun 24, 2023 | 7:52 PM

ভাতার: ‘লক্ষ্মীর ভাণ্ডার পেতে হলে নাজিফা বেগমকে ভোট দিন’। দেওয়াল জুড়ে এই সব লিখেই প্রচার সারছে তৃণমূল। ফলে প্রশ্ন উঠছে তৃণমূলকে ভোট না দিলে কি সরকারি প্রকল্পের টাকা বন্ধ হয়ে যাবে? নাকি তার সুবিধা থেকে বঞ্চিত হবেন জনগণ? বিষয়টি সামনে আসতেই ছড়িয়েছে চাঞ্চল্য। যদিও, বিজেপির অভিযোগ, মুখ্য়মন্ত্রী কাকদ্বীপের সভার বক্তব্যে অনুপ্রাণিত হয়ে মানুষকে এইভাবে ভয় দেখানো হচ্ছে।

বস্তুত, ১৬ জুন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কাকদ্বীপের সভা থেকে জনগণের উদ্দেশে বলেন,”তৃণমূল কংগ্রেসকে জেতান,না তো লক্ষ্মীর ভাণ্ডার কে দেবে আপনাকে?” বিজেপি-র অভিযোগ, নেত্রীর এই বক্তব্য থেকেই অনুপ্রাণিত হয়েছেন তাঁর দলের অন্য লোকজন এ হেন মন্তব্য করছেন।

পূর্ব বর্ধমানের ভাতারে তৃণমূল কংগ্রেসের প্রার্থী নাফিজা বেগম। তিনি পূর্ব বর্ধমানের ভাতার ব্লকের আমারুন দুই গ্রাম পঞ্চায়েতের ২২৩ নম্বর আসনে ৭ নম্বর সংসদের তৃণমূল প্রার্থী। তাঁরই প্রচারে লেখা “তৃণমূল কংগ্রেসকে জেতান,না তো লক্ষ্মীর ভাণ্ডার কে দেবে আপনাকে?” এই লিখন ঘিরেই শুরু হয়েছে বিতর্ক। বিরোধীদের বক্তব্য, সরকারি প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার টোপ দিয়ে ভোটে জিততে চাইছেন ওই প্রার্থী।

তৃণমূল প্রার্থীর স্বামী জাহাঙ্গীর মোল্লা জানিয়েছেন কর্মীরা দেওয়াল লিখছে। এই বিষয়টি তাঁর জানা নেই। অপরদিকে, গ্রামবাসীরা বলেন, “এটা লেখা অন্যায়। একে কেউ সমর্থন করছে না। এটা লেখা ঠিক হয়নি। সরকারি প্রকল্পের টাকাটা কি রাজ্য সরকার দেবে না প্রার্থী দেবে?” বিজেপি নেতা সুধীরঞ্জন সাউ বলেন, এই ট্রেন্ড মুখ্যমন্ত্রী শুরু করেছেন। তাই প্রার্থীরা এখন দেওয়ালে লিখে ভয় দেখাচ্ছে। গেরুয়া শিবির এর প্রতিবাদ জানাচ্ছে।

GHORER BIOSCOPE COUNTDOWN