রসিকপুর বিস্ফোরণ: বিস্ফোরকের ধরন বুঝতে রক্তের নমুনা সংগ্রহ করল ফরেন্সিক টিম
ভোট আবহের মধ্যেই (West Bengal Assembly Election 2021) রসিকপুরের বিস্ফোরণ (Rasikpur Bomb Blast) স্থল পরিদর্শন করল ফরেন্সিক টিম।
বর্ধমান: ভোট আবহের মধ্যেই (West Bengal Assembly Election 2021) রসিকপুরের বিস্ফোরণ (Rasikpur Bomb Blast) স্থল পরিদর্শন করল ফরেন্সিক টিম। দলে ছিলেন ফরেন্সিক বিশেষজ্ঞ চিকিৎসক চিত্রাক্ষ সরকার ও আকাশ দাস। তার আগে এলাকায় আসে সিআইডি-র তিন সদস্যের টিম। ফরেন্সিক দলের সঙ্গে ছিলেন পূর্ব বর্ধমানের অতিরিক্ত পুলিশসুপার কল্যাণ সিংহ রায়। রক্তের নমুনা-সহ বেশ কিছু নমুনা সংগ্রহ করেছেন তাঁরা। কী ধরনের বিস্ফোরক তা জানার চেষ্টা করছেন তদন্তাকারীরা।
সোমবার বিকালেই নির্বাচন কমিশনের কাছে ঘটনার রিপোর্ট জমা করেছেন জেলাশাসক। তাতে উল্লেখ রয়েছে, রাস্তার ধারে হাঁড়ির ভিতর রাখা ছিল বোমা। দুই শিশু বল ভেবে সেটাকে নিয়ে খেলতে গিয়েছিল। তাতেই বোমা দুটি ফেটে যায়। রিপোর্টে এও উল্লেখ রয়েছে, হাঁড়ির হদিশ এখনও পাওয়া যায়নি। কারা বোমাগুলি রেখেছিল, কীভাবে রেখেছিল, তা তদন্ত করে দেখা হচ্ছে।
উল্লেখ্য, সোমবার সকালে বর্ধমানের রসিকাপুরে বোমা ফেটে মৃত্যু হয় শেখ আফরোজ নামে এক শিশুর। গুরুতর জখম আরও এক শিশু। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, বেলা ১১ টা ১৫ মিনিট নাগাদ বিস্ফোরণ হয়। বিস্ফোরণে কেঁপে ওঠে রসিকপুরের সুভাষপল্লি রোড। রাস্তার পাশে দুই শিশু কাতরাচ্ছিল। স্থানীয়রাই তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান। সেখানেই মৃত্যু হয় আফরোজের। শেখ ইব্রাহিম বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
ঘটনাকে ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। সোমবার রাতেই মৃত শিশুর পরিবারের সঙ্গে দেখা করতে যান বর্ধমান দক্ষিণ কেন্দ্রের তৃণমূল প্রার্থী খোকন দাস। সেখান থেকেই তাঁর অভিযোগ, “বিরোধীরা শহরের বিভিন্ন জায়গায় লোকজন আমদানি করছে। বিজেপি রাজনৈতিক ভাবে লড়াইয়ের জমি না পেয়ে চক্রান্ত করেছে।” তাঁর আরও অভিযোগ, বিভিন্ন জায়গা থেকে লোক নিয়ে এসে বোমা রেখেছে বিজেপি।”
আরও পড়ুন: মোবাইল কানে ঘর থেকে বেরোন, ফেরার পর গলা থেকে চুঁইয়ে বেরোচ্ছে রক্ত! প্রৌঢ়ের দুঃসহ অভিজ্ঞতা
অন্যদিকে, বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার বলেন, “খুবই দুঃখজনক ঘটনা। কিন্তু হওয়ার ছিল। বোমা বন্দুকের রাজনীতি বেড়েছে। আইন শৃঙ্খলা ভেঙে গিয়েছে। মাননীয়া বলেছেন ভয়ঙ্কর খেলা হবে। দায় নিতে হবে মাননীয়াকে। তিনি পুলিশমন্ত্রী ছিলেন ১০ বছর।” তবে ঘটনার পর থেকে থমথমে রসিকাপুর। দুধের শিশুর মর্মান্তিক পরিণতিতে বাকরুদ্ধ গোটা গ্রাম।