মোবাইল কানে ঘর থেকে বেরোন, ফেরার পর গলা থেকে চুঁইয়ে বেরোচ্ছে রক্ত! প্রৌঢ়ের দুঃসহ অভিজ্ঞতা
চাঞ্চল্যকর ঘটনা উত্তর ২৪ পরগনা (North 24 Parganas) গাইঘাটার (Gaighata) জামদানি এলাকায়।
উত্তর ২৪ পরগনা: একটা ফোন পেয়ে বাড়ি থেকে বেরিয়েছিলেন। আচমকাই ফিরে এলেন। হাত দিয়ে চেপে রেখেছিলেন নিজের গলা। রক্তে ভিজে গিয়েছে জামা। হাত ছাপিয়েই গলা থেকে বেরোচ্ছে রক্ত। ঘরের দরজায় কড়া নাড়িয়েই পড়ে যান বছর পঁয়তাল্লিশের ব্যক্তি। কীভাবে ঘটল, কেনই বা, কিছুই আঁচ করতে পারছিলেন না বাড়ির লোকেরা। চাঞ্চল্যকর ঘটনা উত্তর ২৪ পরগনা (North 24 Parganas) গাইঘাটার (Gaighata) জামদানি এলাকায়।
গাইঘাটার জামদানি এলাকার বাসিন্দা সুপ্রিয় সরকার। পরিবারের দাবি, সোমবার রাতে ফোন করে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় বিশু দাস নামে এক প্রতিবেশী। কিছুক্ষণ পর রক্তাক্ত অবস্থায় বাড়ি ফিরে আসেন সুপ্রিয়। ঘরের সামনে এসেই পড়ে যান। হাসপাতালে যাওয়ার পথে সুপ্রিয় জানান, তাঁর গলায় ব্লেড চালানো হয়েছে। গলা ও ঘাড়ে ক্ষত তৈরি হয়েছে।
আরও পড়ুন: কোন কোন জেলায় সবচেয়ে বেশি ছড়াল সংক্রমণ, এই জেলাগুলিকে করা হল সতর্ক
সুপ্রিয়কে প্রথমে চাঁদপাড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁর অবস্থার অবনতি হওয়ায় তাঁকে বনগাঁ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ঠিক কী কারণে হামলা তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। রাতে অভিযুক্তর বাড়িতে চড়াও হন প্রতিবেশীরা। অভিযুক্তের বাড়ি ভাঙচুর করেন তাঁরা। পুলিশ এক জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করেছে।