Raju Jha Murder Case: রাজু ঝা খুনের তদন্তে গঠিত সিট, নেতৃত্বে পূর্ব বর্ধমানের পুলিশ সুপার
Burdwan: স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাজু চালকের পাশের আসনে বসেছিলেন। প্রত্যক্ষদর্শীদের দাবি, পিছনের সিটে আরও দু'জন ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাজু চালকের পাশের আসনে বসেছিলেন। প্রত্যক্ষদর্শীদের দাবি, পিছনের সিটে আরও দু’জন ছিলেন। এরমধ্যে একজন ব্রতীন, অন্যজনকে তা নিয়ে নানা প্রশ্ন ওঠে। সূত্র মারফত দাবি করা হয়েছে, পিছনের সিটে গরু পাচার মামলায় সিবিআইয়ের খাতায় নাম থাকা আব্দুল লতিফই সেই দ্বিতীয়জন। যদিও এ নিয়ে এখনও নিশ্চিত করে পুলিশের তরফে কিছু জানানো হয়নি।
তবে রবিবার একটি ভিডিয়ো ভাইরাল হয়। যেখানে দেখা যায়, ঘটনার পর রাজুর গাড়ির সামনে কানে ফোন নিয়ে হাঁটাচলা করছেন আব্দুল লতিফ। তবে সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি টিভি নাইন বাংলা। তবে এই আব্দুল সিবিআইয়ের খাতায় বেপাত্তা। সূত্র যদিও শনিবারই দাবি করে, রাজুকে যেই গাড়িতে খুন করা হয়, সেই গাড়ি আব্দুলের। কুখ্যাত কয়লা কারবারি রাজেশ ওরফে রাজু ঝায়ের খুনের ঘটনা ঘিরে পরতে পরতে দানা বাঁধছে রহস্য। এবার সেই রহস্য উদঘাটনে তৈরি হল সিট।
অন্যদিকে রবিবার ঘটনাস্থলে যায় ফরেন্সিক টিম। নমুনা সংগ্রহ করে তারা। জানায়, “আরও দেখতে হবে আমাদের। আমরা স্যাম্পেল সংগ্রহ করে ল্যাবে টেস্ট করাব। তারপর কিছু বলতে পারব।” যে গাড়িতে গুলি চলেছে, এখনও গাড়িটি পরীক্ষা করা হয়নি। সংগ্রহ করেছে কাচের টুকরো। সূত্রের খবর, বুলেটের ১৩টি খোল ইতিমধ্যেই তারা পেয়েছে। এর থেকে অনুমান এলোপাথাড়ি গুলি চালায় আততায়ীরা। তার থেকে বেশিও গুলি চালানো হয়ে থাকতে পারে বলে অনুমান।