Raju Jha Murder Case: রাজুর সঙ্গে গাড়িতেই ছিলেন গরু পাচার মামলায় ‘ফেরার’ আব্দুল লতিফ? রইল ভাইরাল VIDEO
Burdwan: সূত্র মারফত উঠে আসে শনিবার বিকেলে হোটেলে আব্দুল লতিফ ও রাজু ঝায়ের বৈঠক হয়। দুর্গাপুরের সিটি সেন্টারে রাজু ঝার হোটেল ফরচুন পার্ক।
শুধু তাই নয়, এমনও সূত্র মারফত উঠে আসে শনিবার বিকেলে হোটেলে আব্দুল লতিফ ও রাজু ঝায়ের বৈঠক হয়। দুর্গাপুরের সিটি সেন্টারে রাজু ঝার হোটেল ফরচুন পার্ক। শনিবার বিকালে এই হোটেলেই আব্দুল লতিফের সঙ্গে বৈঠক হয় তাঁর। তারপর সন্ধ্যায় কলকাতার উদ্দেশে রওনা দেন রাজু।
সূত্রের আরও দাবি, সেই বৈঠকে লতিফের সঙ্গে কথা কাটাকাটি হয় রাজুর। এই খুন ঘিরে প্রতি বাঁকে বাঁকে রহস্য। এরইমধ্যে এবার একটি ফুটেজ সামনে আসছে। ভাইরাল সেই ফুটেজ মোবাইল ফোনে বন্দি। সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে সাদা জামা পরে আব্দুল লতিফ সেখানে। ফোনে কথা বলছেন। এরপর যদিও লতিফকে আর দেখা যায়নি।
অন্যদিকে সিবিআইও তাঁকে খুঁজছে। জামিন অযোগ্য ওয়ারেন্ট রয়েছে আব্দুল লতিফের নামে। এদিকে রাজু ঝায়ের হোটেলের কর্মীরা এর আগে বারবার দাবি করেছেন, শনিবার বিকেল ৩টের কিছু পরে ব্রতীন মুখোপাধ্যায়, আব্দুল লতিফ ও রাজু ঝা একইসঙ্গে বেরিয়েছিলেন। রাজু ঝায়ের খুনের পরদিনই সামনে আসা এই ভিডিয়ো বলে দিচ্ছে ঘটনার পিছনে লুকিয়ে গূঢ় রহস্য।