Child Harassment: ঘরের দরজা বন্ধ করেই মোবাইলে অশ্লীল ভিডিয়ো চালু, লালসা চরিতার্থ করতে যা করল যুবক…
Burdwan: এই ধরনের অপরাধপ্রবণতা ক্রমেই বেড়ে চলেছে। শিশুকন্যা থেকে নাবালিকা কিংবা গৃহবধূ, বারবার লালসার শিকার হচ্ছে মেয়েরা।
পূর্ব বর্ধমান: সাত বছরের এক নাবালিকাকে ধর্ষণের চেষ্টার অভিযোগে গ্রেফতার করা হল এক যুবককে। পূর্ব বর্ধমানের খণ্ডঘোষ থানা এলাকার ঘটনা। বৃহস্পতিবার রাতে ওই যুবককে গ্রেফতার করা হয়। শুক্রবার আদালতে পেশ করে পুলিশ। অন্যদিকে ওই নাবালিকার জবানবন্দি রেকর্ড করেছে বর্ধমানের পকসো আদালত। স্থানীয় সূত্রে খবর, দু’ তিনদিন আগে খণ্ডঘোষ থানা এলাকায় মামারবাড়িতে এসেছিল ওই নাবালিকা। বৃহস্পতিবার রাস্তায় বেরিয়েছিল সে। সুযোগের সন্ধানে ছিল ওই যুবকও। এদিন ওই যুবক তাকে চকোলেট খাওয়াবে বলে ডেকে নিয়ে যান বাড়িতে। অভিযোগ, ঘরে নিয়ে গিয়েই ঘরের দরজা বন্ধ করে দেন। এরপরই ওই শিশুর উপর নির্যাতন চালান বলে অভিযোগ। ওই নাবালিকা পরিবারকে জানিয়েছে, হঠাৎই ওই যুবক তার সামনে মোবাইলে অশ্লীল ভিডিয়ো চালিয়ে দেন। এমনকী ওই নাবালিকার নগ্ন ছবি ক্যামেরাবন্দিও করে রাখেন অভিযুক্ত।
এদিকে ভয়ে ওই নাবালিকা ততক্ষণে চিৎকার শুরু করে। আশেপাশের লোক ছুটে আসতে পারে, সেই ভয়ে নিজেই দরজা খুলে দেন ওই যুবক। ছুটে পালায় নাবালিকা। এদিকে বাড়ি ফিরেই সে বিস্তারিত বাড়ির লোকজনকে জানায়। এরপরই নাবালিকার মামা খণ্ডঘোষ থানায় যান। সমস্ত ঘটনা জানিয়ে অভিযোগ দায়ের করেন। এদিকে ঘটনার পরই বাড়ি ছেড়ে পালান ওই যুবক। যদিও বৃহস্পতিবার রাতেই গ্রেফতার করা হয় তাঁকে। বাড়ি থেকে কিছুটা দূরে একটি ফাঁকা জায়গা থেকে গ্রেফতার হন তিনি।
যে সময় ঘটনাটি ঘটে, সে সময় নাবালিকার পরণে যে পোশাক ছিল, তা পুলিশ নিজেদের সঙ্গে নিয়ে গিয়েছে। শুক্রবার ধৃত যুবককে আদালতে পেশ করা হয়। এদিনই ম্যাজিস্ট্রেটের কাছে নাবালিকার গোপন জবানবন্দি নথিভুক্ত করিয়েছে পুলিশ। আগামী ২৮ জুলাই ধৃতকে ফের আদালতে তোলা হবে।
এই ধরনের অপরাধপ্রবণতা ক্রমেই বেড়ে চলেছে। শিশুকন্যা থেকে নাবালিকা কিংবা গৃহবধূ, বারবার লালসার শিকার হচ্ছে মেয়েরা। অধিকাংশ ক্ষেত্রেই পরিচিত এমনকী বাড়ির সদস্যদের বিরুদ্ধে এই নির্যাতনের অভিযোগ উঠছে।