তৃণমূল ‘শ্যাওলা’ সাফ করতে ‘ঝাঁটা, ব্লিচিং’ নিয়ে নামছেন শুভেন্দু
অ্যালকেমিস্ট কর্তা তৃণমূলের প্রাক্তন রাজ্যসভার সাংসদ কেডি সিংয়ের গ্রেফতারি নিয়ে শাসকদলকে আক্রমণ করেন শুভেন্দু।
পূর্ব মেদিনীপুর: বাংলার ‘কলতলা’য় তৃণমূল হল ‘শ্যাওলা’। আর সেই শ্যাওলা সাফ করতে এবার ‘ঝাঁটা ব্লিচিং’ নিয়ে ময়দানে নামতে চলেছেন শুভেন্দু অধিকারী। বুধবার ভগবানপুর-২ ব্লকে বিজেপির এক কর্মসূচিতে যোগ দিয়ে তেমনটাই ইঙ্গিত দিলেন তিনি।
বিজেপিতে যোগদান ইস্তক শুভেন্দু অধিকারী বিভিন্ন সময় বিভিন্নভাবে আক্রমণ শানিয়েছেন তৃণমূলের দিকে। বিজেপিতে ঢুকতেই পুরনো দল তাঁর কাছে হয়ে গিয়েছে ‘কোম্পানি’। সব সভাতেই কমবেশি এ কথা তিনি শোনান। তবে এদিন আরও এক ধাপ এগিয়ে শাসকদলকে শ্যাওলার সঙ্গে তুলনা করলেন অধিকারী বাড়ির মেজ ছেলে। তিনি বলেন, “যেমন ভাবে কলতলা বেশিদিন ব্যবহার করলে শ্যাওলা পড়ে যায়। তার কোণায় কোণায় ব্লিচিং, ঝাঁটা দিয়ে পরিষ্কার করতে হয়, তেমনই বাংলার কলতলায় শ্যাওলা জমেছে। আমাদেরই তা পরিষ্কার করতে হবে। আমিই এলাকার প্রতিটি কোণায় গিয়ে সভা করব। গাড়ি না হলে বাইক কিংবা পায়ে হেঁটে যাব। ঘন ঘন ওসি বদল করেও আমাকে আটকানো যাবে না।”
আরও পড়ুন: ছন্দে ফিরছে মেট্রো! উঠে যাচ্ছে ই-পাস, বাড়ছে রেলের সংখ্যা
একইসঙ্গে এদিন অ্যালকেমিস্ট কর্তা তৃণমূলের প্রাক্তন রাজ্যসভার সাংসদ কেডি সিংয়ের গ্রেফতারি নিয়ে শাসকদলকে আক্রমণ করেন শুভেন্দু। রাজ্যের ৭০ লক্ষ পরিবার অ্যালকেমিস্টের প্রতারণার শিকার বলে তোপও দাগেন। বলেন, “এই তৃণমূল কংগ্রেস নেতার সংস্থা বাংলার মানুষের সঙ্গে প্রতারণা করেছে। গরীব মানুষকে ঠকিয়েছে। আমি বলব শুধু গ্রেফতার নয়, সম্পত্তি বাজেয়াপ্ত করে ইডি গরীব মানুষের টাকা ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করুক।” একইসঙ্গে তাঁর হুঁশিয়ারি কানে যখন হাত পড়েছে এবার মাথাও আসবে।