Nandigram: ধর্ষণের প্রতিবাদে অগ্নিগর্ভ নন্দীগ্রাম, থানার গেট ভেঙে ভিতরে ঢোকার চেষ্টা BJP মহিলা মোর্চার
Nandigram BJP Chaos:প্রসঙ্গত, বুধবার বিকালে ১৬ বছরের এক দশম শ্রেণির ছাএী সাইকেলে টিউশন থেকে বাড়ি ফিরছিল। নির্যাতিতার বয়ান অনুযায়ী, খালপাড়ের কাছে তার রাস্তা আটকায় কয়েকজন যুবক। ওই নাবালিকাকে সাইকেল থেকে নামিয়ে মুখ বন্ধ করে জোর করে তুলে ভেড়িতে নিয়ে যায়। সেখানেই গণধর্ষণ করা হয়। এই ঘটনায় এখনও পর্যন্ত গ্রেফতার হয়েছে তিনজন। আরও কয়েকজন অধরা রয়েছে বলে খবর।
নন্দীগ্রাম: ছাত্রীকে ধর্ষণের প্রতিবাদে নন্দীগ্রাম থানায় তুলকালাম। গেট ভেঙে থানায় ঢোকার চেষ্টা বিজেপি-র মহিলা মোর্চার কর্মীদের। থানার গেটে ধাক্কা মহিলা মোর্চার কর্মীদের। রবিবার ধর্ষণের প্রতিবাদে থানায় ডেপুটেশন জমা দিতে যান তাঁরা। সেই সময় পুলিশ গেট আটকালে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
বিজেপি মহিলা মোর্চার এক কর্মীর দাবি, “এ রাজ্যে কোনও নারী সুরক্ষা পাচ্ছে না। তার প্রতিবাদে আমাদের এই মহা মিছিল। ওসি এখানে এসে এসি ঘরে বসে রয়েছে। আমাদের মেয়েরা বাড়িতে বসে আছে। বেরোতে পারছে না। রাজ্যের মুখ্যমন্ত্রী মেয়েদের নিরাপত্তা দিতে পারছেন না।”
প্রসঙ্গত, বুধবার বিকালে ১৬ বছরের এক দশম শ্রেণির ছাএী সাইকেলে টিউশন থেকে বাড়ি ফিরছিল। নির্যাতিতার বয়ান অনুযায়ী, খালপাড়ের কাছে তার রাস্তা আটকায় কয়েকজন যুবক। ওই নাবালিকাকে সাইকেল থেকে নামিয়ে মুখ বন্ধ করে জোর করে তুলে ভেড়িতে নিয়ে যায়। সেখানেই গণধর্ষণ করা হয়। এই ঘটনায় এখনও পর্যন্ত গ্রেফতার হয়েছে তিনজন। আরও কয়েকজন অধরা রয়েছে বলে খবর।
এ দিন, এই ধর্ষণের ঘটনার প্রতিবাদ করতেই নন্দীগ্রাম থানায় ডেপুটেশন জমা দেয় বিজেপি। তবে গেট আটকে দেওয়ায় বাধে গণ্ডগোল। শেষ পাওয়া খবর অনুযায়ী, বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশ কথা বলার চেষ্টা করছে।