Akhil Giri: একুশের হার ভুলে অখিলকে আলিঙ্গন BJP নেতার, ভোটের আগে বাড়ছে জল্পনা

Akhil Giri: দিঘার কাছে 'শঙ্করপুর ফিসারম্যান অ্যান্ড ফিস ট্রেডার্স অ্যাসোসিয়েশনের' আয়োজনে ৪১ তম গঙ্গোৎসব-২৪ এর শুভ সূচনা হয়েছে। স্থানীয় বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী অখিল গিরি উদ্বোধন করেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক ও বিজেপি নেতা স্বদেশ রঞ্জন নায়ক, রামনগর ১ পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই চরণ সার, সংস্থার সভাপতি সুভাষচন্দ্র নায়ক সহ অন্যান্য বিশিষ্ট মানুষজন।

Akhil Giri: একুশের হার ভুলে অখিলকে আলিঙ্গন BJP নেতার, ভোটের আগে বাড়ছে জল্পনা
অখিল গিরি ও স্বদেশ রঞ্জন নায়কImage Credit source: Tv9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Jan 15, 2024 | 10:14 AM

শঙ্করপুর: সামনেই লোকসভা নির্বাচন। তার আগে জল্পনা বাড়ল পূর্ব মেদিনীপুরে। রাজ্যের কারা মন্ত্রী অখিল গিরির সঙ্গে একই মঞ্চ প্রাক্তন বিধায়ক ও বিজেপি নেতা স্বদেশ রঞ্জন নায়ক। কোন পথে জেলার রাজনীতি? জোর জল্পনা।

দিঘার কাছে ‘শঙ্করপুর ফিসারম্যান অ্যান্ড ফিস ট্রেডার্স অ্যাসোসিয়েশনের’ আয়োজনে ৪১ তম গঙ্গোৎসব-২৪ এর শুভ সূচনা হয়েছে। স্থানীয় বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী অখিল গিরি উদ্বোধন করেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক ও বিজেপি নেতা স্বদেশ রঞ্জন নায়ক, রামনগর ১ পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই চরণ সার, সংস্থার সভাপতি সুভাষচন্দ্র নায়ক সহ অন্যান্য বিশিষ্ট মানুষজন। তবে তাবড় এই বিজেপি নেতার সঙ্গে অখিল গিরি একমঞ্চে থাকায় এই শীতেও বেড়েছে উত্তাপ।

যদিও মন্ত্রী অখিল গিরি এই নিয়ে একটি বাক্যও খরচ করেননি। তিনি পাল্টা জানান, মৎস্যজীবী ও প্রাক্তন বিধায়কের একাধিক দাবি নিয়ে আগামী মন্ত্রী সভার বৈঠকে তুলে ধরবেন।

অপর দিকে, বিজেপি নেতা তথা প্রাক্তন বিধায়ক স্বদেশ নায়ক বলেন,”নানা বঞ্চনার কথা বিশেষ করে শঙ্করপুর নিয়ে ড্রেজিং,বাম আমলে তৈরি হয়। এখানকার একাধিক প্রকল্প নষ্ট হয়ে গিয়েছে।” স্বদেশবাবুর দাবি,”শঙ্করপুর উন্নয়নের জন্য আমাকে যদি সেখানে যেতে হয় যাব।”

প্রসঙ্গত, গত ২১ শের নির্বাচনে রামনগর বিধানসভায় বিজেপির প্রার্থী ছিলেন স্বদেশ নায়ক ছিলেন। লড়াই করেছিলেন বর্তমান রাজ্যের মন্ত্রী অখিল গিরির বিরুদ্ধেই। এদিন এক মঞ্চে দুজন প্রতিনিধি এক সঙ্গে উপস্থিত হন। শুধু তাই নয়, আলিঙ্গন করেন একে অন্যকে। যা নিয়ে জেলার রাজনৈতিক মহলে গুঞ্জন শুরু হয়েছে।