Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

চরম রোদে বাইকের সিটে বসতে গিয়ে পিছন পুড়ে যাচ্ছে? এই কায়দায় হবে ঠান্ডা ঠান্ডা কুল কুল

রোদের তেজে ইতিমধ্যেই নাজেহাল অবস্থা। তার উপর কোনও কাজে বাইক নিয়ে রাস্তায় বেরিয়েছেন। রোদের তেজে একে তো ঘাম ঝরছে, তার উপর নিতম্ব পুড়ে প্রায় ছাই! রোদ লেগে বাইকের সিট একেবারে হটসিট!

চরম রোদে বাইকের সিটে বসতে গিয়ে পিছন পুড়ে যাচ্ছে? এই কায়দায় হবে ঠান্ডা ঠান্ডা কুল কুল
Follow Us:
| Updated on: Mar 26, 2025 | 5:19 PM

রোদের তেজে ইতিমধ্যেই নাজেহাল অবস্থা। তার উপর কোনও কাজে বাইক নিয়ে রাস্তায় বেরিয়েছেন। রোদের তেজে একে তো ঘাম ঝরছে, তার উপর নিতম্ব পুড়ে প্রায় ছাই! রোদ লেগে বাইকের সিট একেবারে হটসিট! বসতে গেলেই ছ্যাক করে উঠছে। যাঁরা নিয়মিত বাইক চালান, তাঁদের কাছে এই সমস্যা নতুন নয়। আজকাল তো অ্য়াপ বাইকে উঠলেও একই অবস্থা। তাই আপনার পশ্চাৎদেশ পুড়ে ছাই হওয়ার আগে অবশ্য় এসব কায়দা মেনে চলুন। দেখবেন চট জলদি নিতম্ব হবে ঠান্ডা ঠান্ডা কুল কুল।

১) প্রথমেই দেখে নিন আপনার বাইকের সিটের ঢাকনা কী দিয়ে তৈরি। যদি মোটা লেদার হয়, তাহলে সমস্যা বাড়বে বেশি। তাই সিটের ঢাকনা বদলে ফেলুন। ব্যবহার করুন মাইক্রোফাইবারের ঢাকনা। এতে হাওয়া চলাচল করবে এবং সিট গরম কম হবে। বাজারে ইকো লেদারও পাওয়া যায়। তা দিয়েও বানিয়ে নিতে পারেন বাইকের সিট।

২) খুব আঁটোসাঁটো সিট কভার ব্যবহার করবেন না। সিটের কভার হোক একটু ঢিলে ঢালা এতে সহজে হাওয়া চলাচল করবে।

৩) হালকা রঙের সিট কভার ব্যবহার করুন। এতে রোদের তাপ কম শোষিত হবে। এবং ঠান্ডাও তাড়াতাড়ি হবে। এ ব্য়াপারে সাদা, হালকা গোলাপি কিংবা হালকা হলুদ ব্যবহার করুন।

৪) বাইকের সিটে বসার আগে একটা ভেজা কাপড় দিয়ে সিটটা মুছে নিন। এতে দেখবেন সিটটা ঝটপট ঠান্ডা হয়ে যায়।

৫) একটা স্প্রে বোতলে জলের সঙ্গে কোলন মিশিয়ে সঙ্গে রাখুন। বাইকে বসার আগে সেটা স্প্রে করে দিন। দেখবেন বাইকের সিট ঠান্ডা হবে ঝটপ