‘এটা তালিবানি শাসন নয়তো আর কী?’ বিস্ফোরক অগ্নিমিত্রা

Agnimitra Paul: "আফগানিস্তানে যেভাবে তালিবানিরা মহিলা ও শিশুদের উপর অত্যাচার করে শাসন চালাচ্ছে, সেই কায়দায় পশ্চিমবাংলায় তৃণমূল দল শাসন করে চলেছে। বিজেপি করলে মহিলাদের ধর্ষিতা হতে হবে।''

'এটা তালিবানি শাসন নয়তো আর কী?' বিস্ফোরক অগ্নিমিত্রা
নিজস্ব চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: Aug 23, 2021 | 7:08 PM

পূর্ব মেদিনীপুর: ‘বাংলায় তালিবানি শাসন চালাচ্ছে তৃণমূল (TMC)।’ রাজ্যের শাসক দলের শাসন প্রণালীকে আফগানিস্তানের তালিবান শাসনের সঙ্গে তুলনা করে আক্রমণ বিজেপির মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী তথা বিধায়ক অগ্নিমিত্রা পালের (Agnimitra Paul)। সোমবার হলদিয়ায় দলীয় কার্যকারিণী সভায় যোগ দিতে এএসে রাজ্যের শাসক দলকে উদ্দেশ্য করে একাধিক কটাক্ষ ছোড়েন তিনি।

অগ্নিমিত্রার কথায়, “বর্তমান সময়ে যদি কোনও মহিলা কিংবা পুরুষ ভারতীয় জনতা পার্টি করে তাহলে এখানে তিনি সেই দল করার অনুমোদন পাবেন না। কারণ এখানে শুধু তৃণমূলই করতে হবে। অন্য কোনও দল করতে পারবে না। এটা একটা অলিখিত নিয়ম।”

এখানেই না থেমে আসানসোল দক্ষিণের বিধায়ক যোগ করেন, “আফগানিস্তানে যেভাবে তালিবানিরা মহিলা ও শিশুদের উপর অত্যাচার করে শাসন চালাচ্ছে, সেই কায়দায় পশ্চিমবাংলায় তৃণমূল দল শাসন করে চলেছে। বিজেপি করলে মহিলাদের ধর্ষিতা হতে হবে। বাড়ির স্বামী কিংবা দাদা ভাইকে মেরে গাছে টাঙিয়ে দেওয়া এবং পরে তাকে আত্মহত্যার তকমা দেওয়া হবে। বাংলায় নিজের মতো করে কোনও দল করার স্বাধীনতা নেই কারও।”

বিজেপি নেত্রী যোগ করেন, “আমাদের কিছু সমালোচনা করারও স্বাধীনতা নেই। আর এই সরকারের বিরুদ্ধে যদি কিছু বলি, কিংবা সোশ্যাল মিডিয়াতে দেওয়া হয়, তাহলে সাইবার ক্রাইমের মামলা দেওয়া হবে। যা আমাকেও দেওয়া হয়েছে। আমি মহিলাদের ধর্ষণের কথা তুলে ধরায় আমার বিরুদ্ধে কেস দেওয়া হয়। এটা তালিবানি শাসন নয়তো আর কী?”

উল্লেখ্য, এদিনই অগ্নিমিত্রা ফেসবুক একটি পোস্টেও তৃণমূলকে আক্রমণ করে একটি দীর্ঘ পোস্ট করেন। সেখানে হ্যাশট্যাগল দিয়ে লেখেন তৃণমূল তালিবান। এদিকে রাজ্যের বিরোধী নেতা শুভেন্দু অধিকারীও প্রায় একইরকম মন্তব্য করেছেন। রাজ্যের শাসন ব্যবস্থাকে ‘তালিবান ২.০’ বলে কটাক্ষ করেন তিনি। সেই একই পথ ধরে আক্রমণে গেলেন অগ্নিমিত্রা।

এর আগে রাজ্যে আইনের শাসন নেই বলে অভিযোগ তুলে মমতা সরকারকে তালিবান-রাজের সঙ্গে তুলনা করেছেন বিজেপির একাধিক নেতা নেতৃত্ব। শহিদ সম্মান কর্মসূচি পালনে পুলিশি বাধার সম্মুখীন হয়ে রাজ্যে ‘তালিবান শাসন চলছে’, বলে তোপ দেগেছিলেন বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুর। অন্যদিকে, আফগানিস্তান থেকে ভারতীয়দের ফেরানো প্রসঙ্গে বঙ্গ বিজেপির রাজ্য় সভাপতি দিলীপ ঘোষ কটাক্ষ করেছেন, ‘দিদির উপর ভরসা করলেই তালিবানের গুলি খেতে হবে।’ এখন দেখার এ নিয়ে তৃণমূল কী প্রতিক্রিয়া দেয়। আরও পড়ুন: ‘পুরো তালিবান ২’, অধিকারী পুত্রের নিশানায় ফের মমতা-সরকার!