Contai Child: বাবার দোকান থেকে নাবালককে অপহরণ, ৭০ লক্ষ টাকা চেয়ে ফোন…

Purba Medinipur: পুলিশ সূত্রে খবর, প্রায় প্রায়ই ওই নাবালক বাবার দোকানে এসে বসে। ধৃতও প্রায়শই ওই দোকানে আসেন। গত ১২ জুলাই অভিযুক্ত অভিজিৎ বলেছিলেন, বাড়িতে অনুষ্ঠান আছে। তাই ওই নাবালককে নিয়ে যাবেন।

Contai Child: বাবার দোকান থেকে নাবালককে অপহরণ, ৭০ লক্ষ টাকা চেয়ে ফোন...
গ্রেফতার যুবককে তোলা হল কোর্টে। Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Jul 21, 2023 | 12:10 AM

পূর্ব মেদিনীপুর: বেড়াতে নিয়ে যাওয়ার টোপ দিয়ে ৯ বছরের নাবালককে অপহরণের অভিযোগ। যদিও পুলিশি তৎপরতায় পড়শি রাজ্য থেকে উদ্ধার করা হয় তাকে। অভিযোগ, অপহরণ করে ৭০ লক্ষ টাকা মুক্তিপণও চায় অপহরণকারীরা। জানা গিয়েছে, ওই নাবালকের বাড়ি কাঁথি শহরে। তাকে ওড়িশার গঞ্জামে নিয়ে গিয়েছিল অপহরণকারীরা। সেখান থেকেই পুলিশ তাকে উদ্ধার করে। একইসঙ্গে একজনকে গ্রেফতার করা হয়েছে।

জানা গিয়েছে, কাঁথি শহরের রূপশ্রী বাইপাস এলাকায় ৯ বছরের ওই নাবালকের বাবার দোকান। বাড়ি কাঁথির চন্দনপুরে। বাবার দোকান থেকেই ওই নাবালককে তুলে নিয়ে যাওয়া হয়। বুধবার ভোরে গঞ্জামের একটি বাড়ি থেকে তাকে উদ্ধার করে কাঁথি থানার পুলিশ।

একইসঙ্গে অভিজিৎ সিট নামে একজনকে গ্রেফতারও করা হয়েছে। তিনি কাঁথি রেলস্টেশন সংলগ্ন এলাকার বাসিন্দা। পরিবারের লোকজন জানান, সুস্থভাবে ছেলেকে ফিরে পেয়েছেন, আর কিছুই তাঁদের চাওয়ার নেই। এই ঘটনা ঘিরে ধোঁয়াশা তৈরি হয়েছে। কী উদ্দেশে নাবালককেকে অপহরণ তা জানার চেষ্টা করছে কাঁথি থানার পুলিশ।

পুলিশ সূত্রে খবর, প্রায় প্রায়ই ওই নাবালক বাবার দোকানে এসে বসে। ধৃতও প্রায়শই ওই দোকানে আসেন। গত ১২ জুলাই অভিযুক্ত অভিজিৎ বলেছিলেন, বাড়িতে অনুষ্ঠান আছে। তাই ওই নাবালককে নিয়ে যাবেন। ঘণ্টাখানেকের মধ্যে ফিরিয়ে দেবেনও বলেন। তাতেই রাজি হয়ে যান বাবা। কিন্তু এরপরই দীর্ঘ সময় নাবালক ফেরেনি। অভিজিতের ফোনও বন্ধ ছিল। এরপরই ওই ব্যবসায়ীর বাড়ি মুক্তিপণ চেয়ে ফোন আসে।

ওই নাবালকের মা জানান, ফোনে বলা হয়েছিল দিঘা-নন্দকুমার জাতীয় সড়কে পিছাবনির কাছে একটি লাল গাড়ি দাঁড়িয়ে থাকবে। সেখানে গিয়ে টাকা দিতে হবে। এরপরই শুরু হয় পুলিশ-ট্র্যাকিং। কাঁথি থানার আধিকারিক অমলেন্দু বিশ্বাস বলেন, ধৃতকে বৃহস্পতিবার আদালতে তোলা হয়েছে। শুক্রবার টিআই প্যারেড হবে। এরপরই আসল ঘটনা সামনে আসবে।