Khejuri BJP: বিজেপির বিডিও অফিস ঘেরাও কর্মসূচি চলাকালীন অস্ত্র-সহ গ্রেফতার ২
Khejuri BJP: বিজেপির বিডিও অফিস ঘেরাও কর্মসূচি চলাকালীন দুই দুষ্কৃতীকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের খেজুরি থানার শ্যামপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়।
পূর্ব মেদিনীপুর: খেজুরিতে বিজেপির কর্মসূচি চলাকালীন দুই দুষ্কৃতী গ্রেফতার। উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্রও। এর পিছনে কোনও রাজনৈতিক যোগ রয়েছে বলেই অভিযোগ। বিজেপির বিডিও অফিস ঘেরাও কর্মসূচি চলাকালীন দুই দুষ্কৃতীকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের খেজুরি থানার শ্যামপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়। ধৃতদের থেকে একটি ওয়ান শটার পিস্তল ও একটি বিনা নম্বর প্লেটে বাইক বাজেয়াপ্ত করেছে। তাদের কাঁথি আদালতে পেশ করা হবে। ধৃতদের নাম সহদেব দাস। তার নন্দকুমারের শ্রীকৃষ্ণপুরে। আর অপরজনের নাম চন্দন কলা। খেজুরি শেরখান চক এলাকায় বাড়ি বলেই পুলিশ সূত্রে খবর। এই আগ্নেয়াস্ত্র-সহ ধৃত দুই ব্যক্তি বিজেপির সক্রিয় কর্মী বলেই দাবি ব্লক তৃণমূল নেতৃত্বের। যদিও এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে গেরুয়া শিবির।
প্রসঙ্গত, একুশে জুলাই রাজ্যের শাসকদলের যখন মেগা ইভেন্ট, ঠিক সে সময়েই বিজেপি-র তরফ থেকে বিডিও অফিস ঘেরাও কর্মসূচি নেওয়া হয়েছিল। রাজ্যের একাধিক জায়গায় বিজেপি কর্মী সমর্থকরা বিডিও অফিস ঘেরাও কর্মসূচি নেন। তবে বেশ কিছু জায়গা থেকে বিশৃঙ্খলার খবরও আসে। খেজুরির ক্ষেত্রে ওই দুই যুবক কেন অস্ত্র হাতে ছিলেন, তা নিয়ে প্রশ্ন থাকছে।
আদৌ ওই দুই যুবক কোনও গ্যাঙের সদস্য কিনা, কিংবা তাঁদের অন্য কোনও উদ্দেশ্য ছিল না, তা খতিয়ে দেখছে পুলিশ। ওই দুই যুবকের অতীতে পুলিশের খাতায় নাম রয়েছে কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে। যদিও এই গ্রেফতারি নিয়ে বিজেপির তরফ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।