Dibyendu Adhikari: কয়লা চুরির প্রতিবাদ, দিব্যেন্দু অধিকারীকে হুমকি ফোনের অভিযোগ
Dibyendu Adhikari: বেআইনিভাবে কয়লা চুরি হচ্ছিল। সেই কয়লা চুরির প্রতিবাদ করেছিলাম। এমনকী কয়লা চুরি আটকাতে গিয়ে সিআইএসএফ-এর এক জওয়ানও আক্রান্ত হন।
তমলুক: ফোনে প্রাণনাশের হুমকির অভিযোগ। হুমকির অভিযোগ তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারীর। কয়লা চুরি নিয়ে অভিযোগ জানানোয় হুমকি ফোন দাবি দিব্যেন্দুর। কোনও দলের সাংসদ স্পষ্ট করুন মন্তব্য কুণাল ঘোষের।
বেআইনিভাবে কয়লা চুরি হচ্ছিল। সেই কয়লা চুরির প্রতিবাদ করেছিলাম। এমনকী কয়লা চুরি আটকাতে গিয়ে সিআইএসএফ-এর এক জওয়ানও আক্রান্ত হন। আমি মনে করি কেন্দ্র ও রাজ্যের সমন্বয়ে এই জাতীয় সম্পদকে আমাদের রক্ষা করতে হবে। সেক্ষেত্রে আমি আমার কর্তব্য পালন করেছি। সেক্ষেত্রে আমাকে হুমকি দিয়ে রোখা যাবে না।”
যদিও তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন, “উনি তৃণমূলের প্রতীকে জিতেছেন। তাই তৃণমূলের কেউ যদি তাঁকে ফোন করেন। দলীয় অনুষ্ঠানে না গিয়ে অন্য কোথাও যাচ্ছেন কি না জানতে চেয়ে যদি কেউ ফোন করেন তাহলে কী আছে? উনি তৃণমূলে রয়েছেন বলে বিজেপি কেউ হুমকিও দিতে পারেন।”
উল্লেখ্য, কয়লা কেলেঙ্কারি নিয়ে উত্তাল রাজ্য। ইতিমধ্যেই কেন্দ্রীয় গোয়েন্দাদের
উল্লা চুরি থেকে অবৈধ কয়লা খনন, সবকিছুর উপর এবার নজরদারি চালাবে ড্রোন। অপরাধ ঠেকাতে এবার আকাশপথে প্রতিনিয়ত নজরদারির সিদ্ধান্ত ইসিএলের। কোল ইন্ডিয়ার এই পাইলট প্রজেক্ট ইসিএল-র মুগমা এরিয়ায় কয়েকদিনের মধ্যেই চালু করতে চলেছে।
ড্রোনের মাধ্যমে নজরদারির সিদ্ধান্তের বিষয়ে ইসিএল-র চিফ সিকিউরিটি অফিসার শৈলেন্দ্র সিং জানান, এই বিষয়ে অনুমোদন মিলেছে। শীঘ্রই মুগমা এরিয়ার বিভিন্ন খনি এলাকায় নজরদারির কাজে ড্রোনের ব্যবহার শুরু হবে। এর ফলে অপরাধ আরও ভালোভাবে আটকানো সম্ভব হবে বলে মনে করছেন ইসিএল কর্তারা।