দিঘায় উদ্ধার মৃত ডলফিন। শনিবার বেলার দিকে প্রায় সাড়ে ৪ ফুট লম্বা একটি মৃত ডলফিন ভেসে আসে ওল্ড দিঘায়৷
সি হক ঘোলা ও মোহনার মাঝামাঝি সৈকত থেকে উদ্ধার হয় ডলফিনটি। ডলফিনটির প্রায় ৫০ কেজি ওজন।
ওই ডলফিনটির শরীরে পচন ধরে গিয়েছে। ফলে দূষণ ছড়াচ্ছে গোটা এলাকায়
স্থানীয়রা সেটিকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার আবেদন জানিয়েছেন বন দফতরের কাছে। তবে এখনও পর্যন্ত বনদফতর এসে পৌঁছায়নি।
সমুদ্রে ট্রলারের ধাক্কাতেই ডলফিনটির মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। সূত্রের এর পাশাপাশি সমুদ্র সৈকতের অদূরে আরও বেশ কয়েকটি মরা জন্তু পাওয়া গিয়েছে।