Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

CPIM: ‘মানুষ ভুল বুঝতে পেরেছে’! নন্দীগ্রামই ফের বামেদের তুরুপের তাস? রাস্তার খোঁজ জেলা সম্মেলনে

CPIM: এদিন থেকেই তিনদিনের জন্য সিপিআইএমের পূর্ব মেদিনীপুর জেলা সম্মেলন শুরু হচ্ছে পাঁশকুড়ায়। দল কী নতুন কৌশল নেয়, নেতৃত্বে কী বদল আসে তা নিয়েই এখন পুরোদমে চর্চা চলছে মেদিনীপুরের রাজনৈতিক মহলে।

CPIM: ‘মানুষ ভুল বুঝতে পেরেছে’! নন্দীগ্রামই ফের বামেদের তুরুপের তাস? রাস্তার খোঁজ জেলা সম্মেলনে
পূর্ব মেদিনীপুরে শুরু বামেদের জেলা সম্মেলনImage Credit source: TV 9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Jan 31, 2025 | 2:23 PM

পাঁশকুড়া: ছাব্বিশের বিধানসভা ভোটের সলতে পাকানোর কাজটা শুরু হয়েছে ইতিমধ্যেই। ধীর লয়ে হলেও ঘর গোছাতে শুরু করেছে প্রায় সব রাজনৈতিক দলই। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এবার টক্কর মূলত তৃণমূল ও বিজেপির মধ্যেই। তবে লড়াইয়ে রয়েছে সিপিএম ও কংগ্রেসও। যদিও শেষ বিধানসভা নির্বাচন থেকে লোকসভা, কোথাও খাতা খুলতে পারেনি বামেরা। কংগ্রেসের সঙ্গে জোট করেও যে লাভের গুড় ঘরে ঢুকেছে এমনটা নয়। বদলাচ্ছে রণকৌশল। কংগ্রেসের সঙ্গে কোনও রাজনৈতিক জোট নয়। সিপিএমের কেন্দ্রীয় কমিটির সাম্প্রতিক খসড়া রিপোর্টে তা উল্লেখও করা হয়েছে। তা নিয়ে চর্চা চলছে। এরইমধ্যে ছাব্বিশের বিধানসভা ভোটের ঠিক চলছে সম্মেলনা। এবার পুরোদমে পূর্ব মেদিনীপুর জেলায় যুবদের হাতে সংগঠনের রাশ দেওয়ার ভাবনা পার্টিতে। দেরিতে হলেও কি বোধদয় বামেদের? প্রশ্ন ঘুরছে। জেলার নেতারা যদিও বলছেন, কাজটা শুরু হয়েছে অনেক আগেই। ইতিমধ্যেই এবারের জেলা সম্মেলনে সম্পাদক বদলেরও ইঙ্গিত মিলেছে। 

এদিন থেকেই তিনদিনের জন্য সিপিআইএমের পূর্ব মেদিনীপুর জেলা সম্মেলন শুরু হচ্ছে পাঁশকুড়ায়। দল কী নতুন কৌশল নেয়, নেতৃত্বে কী বদল আসে তা নিয়েই এখন পুরোদমে চর্চা চলছে মেদিনীপুরের রাজনৈতিক মহলে। একসময় বাংলায় পালা বদলের ঝড়ে বড় ফ্যাক্টর হিসাবে উঠে এসেছিল নন্দীগ্রাম। পালে হাওয়া লেগেছিল তৃণমূলের। তবে মানুষ ‘ভুল’ বুঝতে পেরেছে বলেই মত বাম নেতাদের। পূর্ব মেদিনীপুর জেলা কমিটির সদস্য ঝাড়েস্বর বেরা বলছেন, “নন্দীগ্রামে যা হয়েছিল তা পরিকল্পিত চক্রান্ত। সেটা এখন মানুষ বুঝতে পারবে। আগামীতে দেখবেন এই নন্দীগ্রামই বাংলাকে পথ দেখাবে। ভুল ক্রুটি নিয়ে সম্মেলনা আমরা আলোচনা করব। নন্দীগ্রাম ইস্যু থেকে সাংগঠনিক বিস্তার নিয়ে আলোচনা হবে। নেতৃত্ব বদলও হতে পারে।” 

তবে নেতৃত্ব বদলের চাপানউতোরের মধ্যে যে যুবদের উপর বিশেষ জোর দেওয়া হচ্ছে এদিন বারবার তা বলতে শোনা যায় জেলার বাম নেতাদের। ঝাড়েস্বর বেরা বলছেন, “গোটা জেলার যুবদের মধ্যে নেতৃত্ব দিচ্ছেন যাঁরা তাঁদের একটা বড় অংশকে এরিয়া সম্মেলনের মধ্যে দিয়ে জেলা কমিটিতে আনার ভাবনা রয়েছে। আমরা যাই যে সমস্ত শিক্ষিত যুবদের সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষমতা রয়েছে, নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রয়েছে তাঁদেরকেই সামনের সারিতে এগিয়ে আনার চেষ্টা করছি। তবে শুধু নির্বাচনের জন্য এমনটা হচ্ছে এমনটা নয়। আমরা চাই যুবরা সামনের দিকে এগিয়ে আসুক। পার্টির মধ্যে যে সঙ্কট দেখা দিয়েছে তা দূর হোক।”  

সিপিআইএমের যুব নেতা আকাশ রহমান বলছেন, “যুবদের অগ্রাধিকার দেওয়া হয় না, এটা ভুল কথা। আমাদের পার্টির মুখ এখন মীনাক্ষী মুখোপাধ্য়ায়। উনি গোটা রাজ্যে দাপিয়ে বেড়াচ্ছেন। প্রথম থেকেই আমাদের পার্টিতে যুবদের গুরুত্ব দেওয়া হয়, আগামীতেও দেওয়া হবে।”