এগোচ্ছে ইয়াস, প্রবল বৃষ্টি উপেক্ষা করে নদীবাঁধ পরিদর্শনে সেচমন্ত্রী সৌমেন মহাপাত্র

ঘূর্ণিঝড় ইয়াস আঘাত আনার আগেই জেলাজুড়ে শুরু হয়েছে ঝমঝমিয়ে বৃষ্টি। আর সেই বৃষ্টি উপেক্ষা করে নদীবাঁধ পরিদর্শনে গেলেন রাজ্যের সেচমন্ত্রী সৌমেন মহাপাত্র।

এগোচ্ছে ইয়াস, প্রবল বৃষ্টি উপেক্ষা করে নদীবাঁধ পরিদর্শনে সেচমন্ত্রী সৌমেন মহাপাত্র
নিজস্ব চিত্র
Follow Us:
| Updated on: May 24, 2021 | 7:22 PM

পূর্ব মেদিনীপুর: ঘূর্ণিঝড় ইয়াস আঘাত আনার আগেই জেলাজুড়ে শুরু হয়েছে ঝমঝমিয়ে বৃষ্টি। আর সেই বৃষ্টি উপেক্ষা করে নদীবাঁধ পরিদর্শনে গেলেন রাজ্যের সেচমন্ত্রী সৌমেন মহাপাত্র।

গত বারের আমফান থেকে শিক্ষা নিয়ে এবার ইয়াস মোকাবিলায় আগে থেকেই তৎপর রাজ্যের সেচ দফতর। তার উপর এবার ইয়াসের ঘাত সবচেয়ে বেশি পূর্ব মেদিনীপুর জেলায় পড়বে বলে আশঙ্কা করছেন আবহবিদরা। এই পরিস্থিতিতে সোমবার বিকালে ঝোড়ো হাওয়া আর বৃষ্টি উপেক্ষা করে জেলার একের পর এক বাঁধ পরিদর্শন করলেন মন্ত্রী। ছাতা মাথায় দিয়ে তিনি গেঁওখালি, হলদিয়া, শঙ্করপুরের নদীবাঁধের পরিস্থিতি খতিয়ে দেখেন সৌমেনবাবু।

জেলার একাধিক জায়গায় বিভিন্ন প্রশাসনিক আধিকারিকের সঙ্গে বৈঠক করে ত্রাণ সেন্টারগুলির খবরও নিচ্ছেন তিনি। সেচমন্ত্রী জানান, পূর্ব মেদিনীপুর জেলায় নদীর তীরবর্তী এলাকায় মাটির ঘরে বসবাসকারী মানুষকে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য মোট ৫৬টি ত্রাণ শিবির খোলা হয়েছে।

আরও পড়ুন: ফসলের ব্যাপক ক্ষতি করতে পারে ‘ইয়াস’, আগে থেকেই ক্ষতিপূরণ ঘোষণা রাজ্যের

সেচ দফতর ও পিএইচই দফতরের কর্মীদের সর্বদা তৎপর থাকার নির্দেশ দেওয়া হয়েছে। সাধারন মানুষ যাতে কোনওভাবে বিপদের মধ্যে না পড়েন তার জন্য় জেলার কন্ট্রোলরুমে সবসময় থাকছেন সেচমন্ত্রী। এমনটাই জানিয়েছেন তিনি।