Bhupatinagar: কী চলছে ভূপতিনগরে? আবারও বদলানো হল তদন্তকারী অফিসার, এবার দায়িত্বে…
Bhupatinagar: এনআইএ-র টিমের উপর হামলা ও গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছিল। প্রথমে সেই ঘটনার তদন্তের দায়িত্বে ছিলেন ভূপতিনগর থানার এক সাব ইন্সপেক্টর পদমর্যাদার অফিসার। তারপর তাঁকে সরিয়ে শ্যামল চক্রবর্তীকে ও এবার ফের বদল করে সত্যমকুমার ঘোষকে তদন্তকারী অফিসার করা হল ভূপতিনগরের ঘটনায়।
ভূপতিনগর: বিতর্কের মাঝেই ভূপতিনগরের ঘটনায় ফের তদন্তকারী অফিসার বদল। অভিযানে গিয়ে এনআইএ-র উপর হামলার পর থেকে এই নিয়ে দু’বার পুলিশের তদন্তকারী অফিসার বদল করা হল। গতকালই দায়িত্বে আনা হয়েছিল ভূপতিনগরের সার্কেল ইনস্পেক্টর শ্যামল চক্রবর্তীকে। এবার তাঁর জায়গায় নতুন তদন্তকারী অফিসার করা হল ইনস্পেক্টর পদমর্যাদার সত্যমকুমার ঘোষকে। ভূপতিনগর বিস্ফোরণ মামলায় এক অভিযানে গিয়ে সম্প্রতি বিক্ষোভের মুখে পড়েছিলেন কেন্দ্রীয় এজেন্সির অফিসাররা। এনআইএ-র টিমের উপর হামলা ও গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছিল। প্রথমে সেই ঘটনার তদন্তের দায়িত্বে ছিলেন ভূপতিনগর থানার এক সাব ইন্সপেক্টর পদমর্যাদার অফিসার। তারপর তাঁকে সরিয়ে শ্যামল চক্রবর্তীকে ও এবার ফের বদল করে সত্যমকুমার ঘোষকে তদন্তকারী অফিসার করা হল ভূপতিনগরের ঘটনায়।
ভূপতিনগরে কেন্দ্রীয় এজেন্সির উপর হামলার অভিযোগে ইতিমধ্যেই রাজনীতির রঙ লাগতে শুরু করেছে। তৃণমূল, বিজেপি উভয় শিবিরই নিজের মতো করে একে অপরকে আক্রমণ শানাচ্ছে। ভোটের মুখে এই রাজনৈতিক টানাপোড়েনের মধ্য়েই সব নজর ভূপতিনগরের দিকে। এসবের মাঝে এবার ফের ভূপতিনগরের ঘটনায় তদন্তকারী অফিসার বদল করা হল। তদন্তকারী অফিসার হিসেবে দায়িত্ব পেয়েই মঙ্গলবার দুপুরে অর্জুনপুর গ্রামে যান তিনি। কথা বলেন বেশ কয়েকজন গ্রামবাসীর সঙ্গে। ধৃত মনোব্রত জানার বাড়িতে ঢুকে কথা বলেন তাঁর পরিবারের সদস্যদের সঙ্গেও। যদিও তদন্তের স্বার্থে বিষয়টি নিয়ে কোনও মন্তব্য করতে চাননি আধিকারিকরা।
উল্লেখ্য, ভূপতিনগরের ঘটনায় ইতিমধ্যেই কমিশনের কাছে একটি রিপোর্ট পাঠানো হয়েছে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের তরফ। সূত্রের খবর, সেই রিপোর্টে উল্লেখ রয়েছে ভূপতিনগরে এনআইএ-র টিমের উপর ‘হামলা’ হয়েছিল।